১৪ অক্টোবর ২০২৫

নীলফামারী ৪ আসনে দুই জনের প্রার্থিতা প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নীলফামারী ৪ আসনে দুই জনের প্রার্থিতা প্রত্যাহার
রমজান আলী টুটুল সৈয়দপুর, (নীলফামারী) প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে আসন নিয়ে সমঝোতা হওয়ায় নীলফামারী-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রার্থীতা প্রত্যাহার করেছেন। একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকনও তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। রবিবার ( ১৭ ডিসেম্বর) নীলফামারী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন তারা। বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তাদের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। ওই দুই প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করায় নীলফামারী -৪(সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনে চূড়ান্ত প্রার্থী থাকলো ৭ জন। এরা হলেন – বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল ( জাপা),সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন (আ’লীগ- স্বতন্ত্র) আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক (জাপা-স্বতন্ত্র), আজিজুল ইসলাম জাসদ (ইনু), ড. আব্দুল্লাহ আল নাসের (তৃণমুল বিএনপি),বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার (ন্যাপ-ভাসানী), সাজেদুল করিম (বিএনএম)। জানা যায়, দফায় দফায় আলোচনা এবং অনেক নাটকীয়তার পর শেষ মূহুর্তে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন নিয়ে সমঝোতা হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন বাবুল প্রার্থীতা প্রত্যাহার করে নেন। নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়েছে। ফলে নীলফামারী-৪ সহ অন্য ২৫ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী রইল না। তবে ওইসব আসনে স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীদের সাথে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে হবে জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থীদের। নীলফামারী- ৪ আসনে জাতীয় পার্টি প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলকে নির্বাচনের মাঠে এবার কঠিণ লড়াইয়ে থাকতে হবে। কারণ এ আসনে রয়েছে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয়া দুজন হেভিওয়েট প্রার্থী। এদের একজন হলেন মোখছেদুল মোমিন (আ’লীগ-স্বতন্ত্র) ও আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক (জাপা-স্বতন্ত্র) তারা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। বাকি যে কয়েকজন প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত তাদের কোন তৎপরতা দেখা যায়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন