
নীলফামারীতে ক্রমান্বয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা


আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: পহেলা বৈশাখে নীলফামারী জেলা লক ডাউন করা হয়। ক্রমান্বয়ে জেলার বিভিন্ন স্থানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় মোট ৬জন করোনা সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।
গত ৭ এপ্রিল জেলার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সএর ঢাকা ফেরত এক চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরের উপজেলার খাতামধুপুর ইউনিয়নের নারায়নগঞ্জ ফেরত এক যুবক, ১১ এপ্রিল ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীপুর ফেরত এক কিশোর, জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের এক যুবকসহ একই উপজেলার সুন্দরখাতা গ্রামের ঢাকা ফেরত যুবক এবং জেলা সদরের টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছি গ্রামের কুমিল্লা ফেরত যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন জানান, “আক্রান্তদের করোনার লক্ষণ দেখে তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল । পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনার পরীক্ষার রিপোর্টে জানা যায় তারা করোনা পজিটিভ।
এদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিনেই পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





