
নেপালের কাছে হারের দুঃখ ভুলতে বাংলাদেশে পুরো শক্তি নিয়ে আসছে উইন্ডিজ


বাংলাপ্রেস ডেস্ক: নেপালের কাছে হোয়াইটওয়াশের শঙ্কাই জেগেছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে শেষমেশ সে লজ্জা এড়াতে পেরেছে তারা, তবে সিরিজ হারের বেদনা তাতে মুছে যায়নি। বাংলাদেশ সফরে সে বেদনাই ভুলতে চায় উইন্ডিজ। সে লক্ষ্য নিয়েই তারা পুরো শক্তির দল ঘোষণা করেছে এই সিরিজের জন্য।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। দুই ফরম্যাটেই দলের নেতৃত্বে থাকছেন শাই হোপ। তার সঙ্গে উভয় দলে জায়গা পেয়েছেন গুদাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড ও ব্র্যান্ডন কিং।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক একিম অগাস্টে। তবে অভিজ্ঞ ব্যাটার এভিন লুইস কবজির ইনজুরি থেকে সেরে না ওঠায় এই সফর মিস করবেন।
ক্যারিবীয়রা এই মাসে বাংলাদেশে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, এরপর ২৭ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘দলটি এমনভাবে সাজানো হয়েছে যাতে জয়ের মানসিকতা বজায় থাকে এবং দল শক্তিশালী হয়। দীর্ঘ মেয়াদে সফল হতে এই দুই বিষয় খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করার জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ আমাদের জন্য আরেকটি সুযোগ।’
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক এথানাজে, একিম অগাস্টে, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জানগু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোটি, খারি পিয়েরে, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক এথানাজে, একিম অগাস্টে, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জানগু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
