
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক নেতার কর্মকান্ডে দলের নেতাকর্মিদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।দলের আদর্শ বঞ্চিত এ বিএনপি নেতা আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির নেতাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ায় স্থানীয় নেতাকর্মিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিএনপি’র দীর্ঘদিনের নেতৃত্বের দ্বন্দ্ব মেটাতে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন গত জুলাই মাসে ফ্লোরিডায় এসে দলীয় সম্মেলনের জন্য তিন গ্রুপে বিভক্ত নেতাকর্মিদের ডাক দেন। গত ২১ জুলাই সকল গ্রুপের নেতাকর্মিদের নিয়ে তিনি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমরানুল হক চাকলাদার, আরিফ হোসেন আশরাফ, দিনাজ খান, ফারুক সরকার, ব্যারিষ্টার মনির হোসেন কাজল ও ইলিয়াস খান প্রমুখ।সকলের পরামর্শে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেন আনোয়ার হোসেন খোকন।
লন্ডনে ফিরে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সঙ্গে কথা বলে কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে তিনি সকলকে অবহিত করেন।একই সঙ্গে তিনি জানান সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে দলের সকল কার্যক্রম চালিয়ে যাবার নির্দেশ দেন তিনি।পদ হারানোর আশঙ্কায় একটি গ্রুপের নেতৃত্ব প্রদানকারী ব্যারিষ্টার মনির হোসেন কাজল গত ২৭ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিউ ইয়র্কে আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির নেতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারন সম্পাদক ড. বশির আহমেদের সংবর্ধনা সভায় যোগ দেন। গত ২৭ জুলাই জ্যাকসন হাইটসের খাবারবাড়ি চায়নিজ হলে এ সংবর্ধনার আয়োজন করেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল এবং জয় বাংলা জাতীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট আহমদ উল্লাহ ফাউন্ডেশন। এ সংবর্ধনা অনুষ্ঠানে ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিএনপি’র নেতা ব্যারিষ্টার মনির হোসেন কাজল অংশ নেন।

উল্লেখ্য, আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির নেতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারন সম্পাদক ড. বশির আহমেদকে গত বছর ফ্লোরিডার একটি সামাজিক সংগঠনের অনুষ্ঠানেও প্রধান অতিথি করে আমন্ত্রন জানিয়েছিলেন বিএনপি’র নেতা ব্যারিষ্টার মনির হোসেন কাজল।তার এসব কর্মকান্ড প্রকশের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মিদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন নেতাকর্মিরা।
নাম প্রকাশে অনেচ্ছুক ফ্লোরিডা বিএনপির বেশ কয়েকজন নেতা বলেন, দলের আদর্শকে তোয়াক্কা না করে শুধুমাত্র পদ ও পদবীর জন্য যারা রাজনীতি করেন দলের বিপদের সময় এসব নেতারা দলকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিতে কখনই পিছ পা হবেন না।

এদিকে, আগামী রবিবার ফ্লোরিডা বিএনপি ঐক্যবদ্ধভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে উপেক্ষা করে মনির হোসেন কাজল একাই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষনা দিয়েছেন বলে জান গেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]