১৩ অক্টোবর ২০২৫

নিগারদের আজ ইংলিশ পরীক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম
নিগারদের আজ ইংলিশ পরীক্ষা

বাংলাপ্রেস ডেস্ক:  কলম্বোয় পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পায় উড়ন্ত সূচনা। বিশ্বকাপে নিজেদের শ্রীলংকা পর্ব শেষ করে এবার ভারতে আসল পরীক্ষা দিতে হবে নিগার সুলতানার দলকে। 

আসামের গুয়াহাটিতে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এ ভেন্যুতেই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে ইংল্যান্ড জিতে ১০ উইকেটে।

বিশ্বকাপের আট দলের মধ্যে নারী ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের (৭) পেছনে শুধু পাকিস্তান (৮)। প্রথম ম্যাচে নিগারদের জয় তাই প্রত্যাশিতই ছিল। বাকি ছয় প্রতিপক্ষই র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ইংল্যান্ড শক্তিতেও অনেক এগিয়ে। 

নারী ওয়ানডের পাঁচ নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছে ইংলিশরা তাতে সাত নম্বর দল বাংলাদেশের স্বস্তিতে থাকার সুযোগ নেই। ওয়ানডেতে এর আগে মাত্র একবার দেখা হয়েছে দুদলের।

ওয়েলিংটনে ২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ১৩৪ রানে গুটিয়ে দিয়ে ১০০ রানে জিতেছিল ইংল্যান্ড। তবে এবার উপমহাদেশের চেনা কন্ডিশনে বাংলাদেশের মেয়েরাও পরীক্ষা নিতে পারেন ইংলিশদের।

গুয়াহাটির মন্থর উইকেটে ইংল্যান্ডের তিন স্পিনার লিনসে স্মিথ, সোফি একলেস্টন ও চার্লি ডিনকে সামলানো হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। টানা দ্বিতীয় জয়ের হাতছানিতে বাংলাদেশের স্পিনাররাও গড়ে দিতে পারেন ব্যবধান। 

স্বর্ণা, রাবেয়া, নাহিদাদের স্পিনের পাশাপাশি মারুফা আক্তারের পেসও বাংলাদেশের জন্য আশার বড় জায়গা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই অসাধারণ দুটি ইনসুইং ডেলিভারিতে দুই উইকেট নিয়ে ম্যাচের সুর বেঁধে দিয়েছিলেন মারুফা।

আজও তিনি জ্বলে উঠলে লড়াই হবে জমজমাট।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন