
নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে ঐক্যফ্রন্ট : প্রধানমন্ত্রী

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


বাংলাপ্রেস ডেস্ক: ঐক্যফ্রণ্ট যে কোনো সময় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে৷ তাদের এমন সিদ্ধান্তে বিভ্রান্ত না হয়ে, ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, বিএনপি-জামায়াত কর্তৃক হামলায় গুরুতর আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে দেখতে রাজধানীর সিএমএইচ-এ একথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রচারণা শুরুর পর থেকে বিভিন্ন জেলায় চোরাগোপ্তা হামলায় প্রাণ গেছে ৬ আওয়ামী লীগ কর্মীর। আহত হয়েছেন ৪ শতাধিক। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধেই নালিশ করে বেড়াচ্ছে ঐক্যফ্রন্ট।

প্রধানমন্ত্রী আরও বলেন, অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ। তাই, কোন সংকট সৃষ্টি হোক- এটা কাম্য নয়। সুষ্ঠু ভোট আয়োজনে যেনো অন্যান্য দলের প্রার্থীরা শেষপর্যন্ত মাঠে থাকে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



রাজনীতি
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা
৭ ঘন্টা আগে
by বাংলাপ্রেস


রাজনীতি
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
১ দিন আগে
by বাংলা প্রেস
