
নিউ ইংল্যান্ড আবেয়া’র আকর্ষণীয় বনভোজন ১৩ সেপ্টেম্বর


নিজস্ব প্রতিবেদক: আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবেয়া) নিউ ইংল্যান্ড শাখার বার্ষিক বনভোজন আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মিলটন শহরের হাউটনের পুকুর পাড়ে অনুষ্ঠিত হবে। এখন প্রি-রেজিস্ট্রেশন নিচ্ছি, যেখানে প্রতি টিকিটে ৫ ডলার ছাড়ে ১৫ ডলার করে পাওয়া যাবে (সেপ্টেম্বর ৪ পর্যন্ত)। এরপর থেকে টিকিটের দাম হবে প্রতি টিকিট ২০ ডলার। অন-সাইটেও টিকিট পাওয়া যাবে ২০ ডলারে। মধ্যাহ্ন ভোজে থাকবে ভুনা খিচুড়ি, গরুর মাংস, ফ্রাইড চিকেন, সালাদ ও ডেজার্ট। শিশুদের জন্য মজার আয়োজন: ফ্রি কটন ক্যান্ডি ও ফ্রি পপকর্ন। শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন খেলা ও বিনোদনের ব্যবস্থা।
প্রি-রেজিস্ট্রেশনের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন- https://www.zeffy.com/en-US/ticketing/aabea-ne-annual-picnicআমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস নিউ ইংল্যান্ড শাখার সকল সদস্যদের উক্ত বনভোজনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ । প্রয়োজনে যোগাযোগ করুন-সায়েদা ৫৮৫-৭৩৪-৪৬০৭, তানভীর নেওয়াজ ৬১৭-৩৪৭-৮১৭২ এবং মানিক জামান ৬১৭-৯০৫-৫৯১৮।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

