১৩ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্ক প্রবাসী আলমের নামে আইসিই'তে অভিযোগকারীর সন্ধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ ইয়র্ক প্রবাসী আলমের নামে আইসিই'তে অভিযোগকারীর সন্ধান
  নোমান সাবিত: যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় নির্বাসনে দেশে ফেরা সুপরিচিত সংস্কৃতিসেবী আলমগীর খান আলমের নামে কে বা কারা অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) যৌথ নিরাপত্তা বাহিনীর কাছে অভিযোগ করেছিল এ নিয়ে গত দু'দিন ধরে ব্যাপক অনুসন্ধান চালিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস। অবশেষে সেই অভিযোগকারীর (নাম সংরক্ষিত) সন্ধান পেয়েছে বাংলা প্রেস। তিনি নিয়মিত নিউ ইয়র্কে সবার সঙ্গেই চলাফেরা করলেও থাকেন পার্শেবর্তী অঙ্গরাজ্যে। তার সঙ্গে আলমের কোন বিরোধ নেই এবং ছিল না। তবে তার অনুষ্ঠানের মঞ্চে বেসুরা গায়িকা আর তৃতীয় শ্রেনীর নায়িকা ও মডেলদের দেখলে তিনি তা সহ্য করতে পারেন না। আলমের বিরুদ্ধে অনেক অপকর্মের প্রমান সংগ্রহ করে তিনি আইসিই'র অয়েবসাইটে গিয়ে একটি ফরম পূরণ করে অভিযোগটি দায়ের করেন। নিউ ইয়র্কের বেশ কয়েজজন হোম কেয়ার প্রতারক ব্যবসায়ীর নামেও একই ধরণের অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান। প্রবাসের সুপরিচিত সংস্কৃতিসেবী ও নিউ ইয়র্কের জনপ্রিয় নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম দীর্ঘ আড়াই যুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ছিল না কোন বৈধ কাগজপত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী দমনের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) যৌথ নিরাপত্তা বাহিনী। আইসিই’র হাতে গ্রেপ্তার এবং বাধ্যতামূলক বহিষ্কার এড়াতে তড়িঘড়ি করে স্বেচ্ছায় নির্বাসনে দেশে ফেরার এ সিদ্ধান্ত নেন ঢালিউড অ্যাওয়ার্ডেসের কর্ণধার আলম। নিউ ইয়র্কের বাংলাদেশিদের একাধিক সুত্র জানিয়েছে, গত শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) রাতে তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে একটি বিমানে করে দেশে ফেরেন। দেশে ফিরে যাওয়ার ব্যাপারে তিনি কাউকে কোন আগাম ইঙ্গিত দেননি। পরদিন শনিবার তার দেশে ফিরে যাবার খবরটি প্রকাশ পায়। তবে অপর একটি সুত্র জানিয়েছে দেশে তার মা গুরুতর অসুস্থ তাই তিনি দেশে গেছেন। এ বিষয়টিও তিনি কাউকে জানাননি। অভিযোগকারী বাংলা প্রেসে কাছে স্বীকার করেছেন যে কয়েক বছর আগে তিনি নিউ ইয়র্কের জনপ্রিয় নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলমের বিরুদ্ধে 'যৌন অপরাধী' উল্লেখ করে অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই)'র কাছে অভিযোগ করেছিলেন। সেই পুরানো অভিযোগটি বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। কারণ আইসিই কর্মকর্তারা তাদের পুরানো তার নাম খাতায় খুঁজে পেয়েছে। তিনি জানান ধর-পাকড় শুরু হবার পর থেকে তিনি আইনশৃখলা বাহিনীর বেশ কয়েকটি ফোন কল পেয়েছেন। এরপর তড়িঘড়ি করে দেশে স্বেচ্ছায় নির্বাসনে দেশে যাবার সিদ্ধান্ত নেন তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন