১৪ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্ক প্রবাসী পানিসম্পদ গবেষক ড. সুফিয়ান খন্দকার মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্ক প্রবাসী পানিসম্পদ গবেষক ড. সুফিয়ান খন্দকার মারা গেছেন
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী পানিসম্পদ গবেষক ড. সুফিয়ান খন্দকার মারা গেছেন। স্থানীয় সময় রোববার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউ ইয়র্কের মাউন্টসিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( (আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)। সুফিয়ান খন্দকার হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদপিন্ডে হঠাৎ আক্রমণে কুইন্সের মাউন্টসিনাই হসপিটালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সুফিয়ান খন্দকারের দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকে বিভিন্ন স্থানে বসবাস করলেও স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে কুইন্সের হলিস এলাকায় বসবাস থাকতেন। নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটিতে তিনি ছিলেন অত্যন্ত সুপরিচিতি। তাঁর মৃত্যুর খবরে বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সকালে তার মরদেহ হাসপাতাল থেকে ফিউনারেলে আনা হবে। এদিনই জামাইকার মুসলিম সেন্টারে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়ালে মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন