
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক গোলাম মল্লিক মারা গেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় ফ্লাশিংএর প্রেস বাইটেরিয়ান হাসপাতালে হৃদরোগের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি নিউ ইয়র্কের সাপ্তাহিক বাঙ্গালীতে সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন এজন্য বাংলাদেশিদের কাছে সুপরিচিত ছিলেন।
গোলাম মল্লিক ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে আসেন।বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি একাকী জীবন-যাপন করছিলেন। সাংবাদিকতা পেশা ছেড়ে ট্যাক্সি চালক হিসেবে কর্মরত ছিলেন।নিউ ইয়র্কে তার দুই মেয়ে রয়েছে জানা গেছে।
শুক্রবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার জামে মসজিদে জুমার নামাজের পর তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্কের উপশহর লংআইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
গোলাম মল্লিকের আকস্মিক মৃত্যুতে নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]