
নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের সামাজিক সমাবেশ রোববার


নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (২৪ আগস্ট) নিউ ইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সামাজিক সমাবেশে আগত অতিথিদের জন্য সেরা আপ্যায়নসহ নৈশ্যভোজের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান সমন্বয়ক ও সাংবাদিক জামান তপন।
সাংবাদিক জামান তপন জানান, অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সোসাইটির প্রায় দেড় শতাধিক সাবেক কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে শিল্পী ও সংবাদকর্মী মিলিয়ে প্রায় দুইশত মানুষের সমাগম ঘটবে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে।
সোসাইটির বর্তমান কমিটির কর্মকর্তারাও নিবন্ধন সম্পন্ন করেছেন বলে তিনি উল্লেখ করেন। সামাজিক সমাবেশ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। শুক্রবার রাতেই ছাপানোর কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান।
সমাবেশে আলোচনা সভা ছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকের অনুরোধে এই সমাবেশে অংশগ্রনেচ্ছুকদের জন্য নিবন্ধনের সময়সীমা কয়েক দফা বৃদ্ধি করা হয়েছে। শেষ মুহুর্তে আর সময় বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। কেননা হোটেল কর্তৃপক্ষকে ১৬ আগস্টের মধ্যেই অতিথি সংখ্যা চূড়ান্ত করতে হয়েছে। ১৫ আগস্ট ছিল নিবন্ধনের শেষদিন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

