১৪ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে বাংলাদেশি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্কে বাংলাদেশি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন খামার বাড়ি নামের একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনে ভস্মীভূত মুদি দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে বেশ কয়েকজন খরিদ্দার বাজার করতে দোকানে ঢুকে। কেনা কাটার এক পর্যায়ে পানীয় ঠাণ্ডা রাখার মেশিনের পেছন থেকে ধোয়া বেরোতে দেখেন।কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে দোকানে প্রবেশ করে।টের পেয়ে দোকানের কর্মচারিসহ উপস্থিত খরিদ্দাররা দ্রুত নিরাপদ স্থানে অবস্থান নেন।খবর পেয়ে দমকল বাহিনীর কর্মিরা ঘটনাস্থলে ছুটে আসেন। ১২টি ইউনিটের ৬০ জন দমকল বাহিনী কর্মি আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এর আগেই দোকানের সামনের অংশ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চারতলা বিশিষ্ট ভবনের নিচতলায় ছিল খামার বাড়ি মুদি দোকান। উপরে আরও তিনটি ভবন ছিল।সেখানে দোকান ও বেশ কয়েকটি অফিস রয়েছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলে এ দোকানটি ২৪ ঘণ্টাই খোলা থাকতো।অগ্নিকান্ডের এ ঘটনায় পথচারীসহ এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। দমকল বাহিনীর কর্মকর্তারা ধারনা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা অন্য কোন কারনেও এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অনেকেই ব্যাংকের লোনের ঝামেলা মেটাতে এবং বীমার অর্থ আদায়ের জন্য স্বেচ্ছায় নিজেরদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড ঘটান।মুদি দোকানে এ অগ্নিকান্ডের আসল রহস্য তদন্তের পর জানা যাবে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন