নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্তবার সকাল ১১ টায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে তার মরদেহ দাফন করা হবে।
নর্থ ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় বিপুল সংখ্যক লোক অংশ নেন। নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক. সামাজিক. সাংস্কৃতিক, পেশাজীবী নের্তৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর জানাজায় উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। কফিনে মোড়ানো আনসার হোসেন চৌধুরীকে শেষ বিদায় জানাতে গিয়ে অনেকের চোখ অশ্রুসিক্ত হয়। নেমে আসে শোকের ছায়া। তিনি দেশে-প্রবাসে নানা সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে রেখে গেছেন। মরহুম আনসার হোসেন চৌধুরীর একমাত্র মেয়ে জামাতা বিশিস্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন।

বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর জানাজার নামাজে ইমামতি করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ। দোয়া পরিচালনা করেন ব্রঙ্কসের গাউছিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাশহুদ ইকবাল।
জানাজার আগে বক্তব্য রাখেন মরহুম আনসার হোসেন চৌধুরীর মেয়ে জামাতা বিশিস্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, তার বড় ছেলে মুস্তাকিম চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সাংসদ এমএম শাহিন, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন, প্রবীণ কমিউনিটি লিডার আলহাজ ফখরুল ইসলাম প্রমুখ।
মরহুম আনসার হোসেন চৌধুরীর জামাতা বিশিস্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন নামাজে জানাজায় অংশগ্রহন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আগামীকাল শুক্তবার সকাল ১১ টায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে মরহুম আনসার হোসেন চৌধুরীর মরদেহ দাফন করার কথা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, নর্থ ব্রঙ্কসের বাসিন্দা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের উপদেষ্টা কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী অতিসম্প্রতি বাংলাদেশে যাওয়ার পথে কুয়েত এয়ারপোর্টে অসুস্থ হয়ে পড়লে সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সে হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুম আনসার হোসেন চৌধুরীর প্রথম জানাযার নামাজা কুয়েতে অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কেরটি ছিল তার ২য় নামাজে জানাজা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনসার হোসেন চৌধুরী দেশের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর গ্রামে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]