১৪ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে বই মেলায় নারী প্রকাশক অপদস্থ, প্রতিবাদের ঝড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্কে বই মেলায় নারী প্রকাশক অপদস্থ, প্রতিবাদের ঝড়
নিউ ইয়র্ক  প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত চার দিনব্যাপী বাংলা বইমেলায় আয়োজক কমিটির হাতে বৈষম্যমূলক আচরণসহ অপদস্থের শিকার হয়েছেন পপি চৌধুরী নামের একজন নারী প্রকাশক।এ ঘটনায় ওই নারী প্রকাশকের বইমেলা বর্জনের খবর সামাজিক গণমাধ্যমে প্রকাশ পেলে প্রতিবাদের ঝড় উঠে। গত ১৪ জুন থেকে নিউ ইয়র্কে চার দিনব্যাপী বাংলা বইমেলা শুরু হয়।নিচে প্রকাশক পপি চৌধুরীর ফেসবুক স্টাটাসের বক্তব্য হুহহু তুলে ধরা হলো- নারী প্রকাশক হিসেবে আমার প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদস্বরূপ মুক্তধারা আয়োজিত নিউইয়র্ক বইমেলা বর্জন: নিজের লেখা বই ছাপাতে গিয়ে প্রতারিত হয়ে ২০০৫ সালে গড়ে তুলেছিলাম নিজের প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রীতম প্রকাশ’। ২০০৬ সাল থেকে নিয়মিত অংশগ্রহণ করে আসছি অমর একুশে গ্রন্থমেলায়। প্রকাশনা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান না থাকলেও একাকী নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে এগিয়ে নিয়ে এসেছি ২০১৯ সাল পর্যন্ত। প্রকাশিত বইয়ের সংখ্যা তিনশ-র অধিক। নিজের প্রথম বই ছাপার তিক্ত অভিজ্ঞতার কারণে নতুনদেরকে প্রাধান্য দেয়ার চেষ্টা করে এসেছি সবসময়। নতুনদের পাশাপাশি লেখক সেলিনা হোসেন, নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায়, ড. আশরাফ সিদ্দিকীর ন্যায় অনেক নামকরা লেখকের বইও প্রকাশিত হয়েছে আমার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে। প্রকাশকদের সংগঠন পুস্তক প্রকাশক সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি-এই দুটি সংগঠনেরই সদস্য আমার প্রকাশনা প্রতিষ্ঠান "প্রীতম প্রকাশ"। বাংলাবাজারে নিজের প্রতিষ্ঠানের নামে ক্রয় করা একটি দোকানও আছে। ২০০৮ সাল থেকে নিউইয়র্কে মুক্তধারা আয়োজিত বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে প্রীতম প্রকাশ (কেবলমাত্র ২০১৮ ব্যতীত)। তবে যতবার আমি নিজে সশরীরে মেলায় অংশ নিয়েছি প্রতিবারই একজন নারী প্রকাশক হিসেবে আমার প্রতি তাদের বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করেছি। এর পূর্বে ২০১৫ সালে মেলার ২য় দিনে সকাল বেলা লেখক-প্রকাশকদের একটি আড্ডা ছিল । বইয়ের দোকান ঢেকে রেখে সেখানে সবার অংশগ্রহণ ছিল বাধ্যতামূলক। তাই আমিও সেখানে উপস্থিত ছিলাম একমাত্র নারী প্রকাশক হিসেবে। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন প্রবাসে বসবাসরত বাংলাদেশের একজন পরিচিত ছড়াকার। তিনি উপস্থিত সকল পুরুষ প্রকাশকদের ২/৩ বার করে বক্তব্য দেয়ার সুযোগ দিলেও আমি কিছু বলার জন্য বেশ কয়েকবার হাত তুললেও তিনি আমাকে কিছু বলার সুযোগ দেননি। তা লক্ষ্য করে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার তাকে বলেন মাইক্রোফোনটি আমাকে দেয়ার জন্য, কিন্তু তারপরও ঐ ছড়াকার আমাকে কিছু বলার সুযোগ দেননি। তার সাথে আমার কখনও কোন বিরোধ ছিল না, বরং তিনি আমাকে একজন প্রকাশক হিসেবে ভালো করেই চিনতেন। তার এই আচরণে সেদিন আমি কষ্ট পেয়েছিলাম এবং অনুষ্ঠান শেষে আমি তার এই আচরণের প্রতিবাদ জনেয়ছিলাম। তাদের এই বৈষম্যমূলক আচরণের পরও বইমেলায় অংশগ্রহণ করেছি শুধুমাত্র বইয়ের প্রতি ভালোবাসার টানে। তবে এরপর মঞ্চ কিংবা আলোচনা সভা এড়িয়ে চলেছি সবসময়। এবারও আমার সাথে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। মেলার ৩য় দিন দুপুর বেলা মেলা কমিটির দুজন এসে আমার প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিক জেনে নিয়ে গেলেন। সারাদিন বই নিয়ে তীর্থের কাকের মত বসে থাকলেও সন্ধ্যা সাতটার দিকে যখন ক্রেতা বা দর্শকে মেলাস্থানটি পরিপূর্ণ ঠিক তখনই মেলা কমিটির একজন সব প্রকাশককে ডাকতে এলেন উপরে যাওয়ার জন্য। কারণ এবার মেলায় আগত প্রকাশকদের মধ্য থেকে একজনকে পুরস্কৃত করা হবে। না গেলেও একটু পরে আবারও মেলা কমিটি থেকে আরেকজন ডাকতে আসেন এবং বলেন মাত্র ১০ মিনিটের জন্য সকল প্রকাশককে উপরে যেতে হবে। এরপর অনেকটা বাধ্য হয়ে আমার পাশের স্টল অন্বয় প্রকাশের ঢালি ভাইসহ উপরে যাই। এরপর এক এক করে সকল প্রকাশক এবং তাদের প্রকাশনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে তাদের মঞ্চে ডাকেন নিউ ইয়র্কের পরিচিত লেখক হাসান ফেরদৌস। সেখানে প্রতিষ্ঠিত প্রকাশকদের পাশাপাশি এমন অনেক প্রকাশকও ছিলেন যাদের প্রকাশনার বয়স এখনও দুবছর হয়নি। তাদেরকে মঞ্চে ডাকা হলেও একটিবারও আমার নাম কিংবা আমার প্রকাশনা প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়নি। দর্শকসারীতে অনেক নামকরা সাংবাদিক, পত্রিকার সম্পাদক এবং একসময়ের প্রতিষ্ঠিত নারী-সাংবাদিকও উপস্থিত ছিলেন যারা দীর্ঘদিন থেকে আমাকে প্রকাশক হিসেবে চিনেন তারাও এ বিষয়ে কিছু বললেন না। বিষয়টি আমাকে খুবই মর্মাহত করে। যখন মঞ্চের কাজ শেষে সকলে মঞ্চ থেকে নামতে যাবেন তখন এগিয়ে যাই মঞ্চের দিকে। এক মিনিট কথা বলার সুযোগ চাই আমি। অনুষ্ঠানের উপস্থাপক লেখক হাসান ফেরদৌস বার বার বলতে থাকেন- “না না আপনি এভাবে মঞ্চে আসতে পারেন না... এভাবে কিছু বলতে পারেন না।” আমি বুঝে যাই, ওনারা আমাকে কথা বলার সুযোগ দেবেন না। তখন আমি প্রতিবাদ জানিয়ে বলি, “আপনারা অন্য প্রকাশকদের সাথে আমাকে নীচে থেকে উপরে ডেকে এনেছেন, সকল প্রকাশককে মঞ্চে ডেকেছেন অথচ একটিবার আমার নাম বা আমার প্রকাশনার নামটি উচ্চারণ করার প্রয়োজন মনে করলেন না, সেকী আমি নারী বলে? আপনারা আমাকে একজন প্রকাশক হিসেবে উপযুক্ত সম্মান দিলেন না তাই আজ থেকে এই বইমেলা বর্জন করলাম আমি।” এরপর আমি নীচে এসে এই বইমেলার মূল আয়োজক মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহাকে বলি, “দাদা, আপনি যদি আমাকে প্রকাশকই মনে না করেন তাহলে আর কখনও আমায় ডাকবেন না বইমেলায় অংশ নিতে।” তারপর আমি চলে যাই আমার স্টল গোটাতে। একটু পরে বিশ্বজিত সাহা এসে রাগত ভাবে ধমকের সুরে বার বার বলতে থাকেন-“আপনি কাজটি ঠিক করেন নি এভাবে ওখানে (উপরে) কথা বলে।” আমি বলি- “আপনারা আমাকে ডেকে নিয়ে একজন নারী হিসেবে বৈষম্যমূলক আচরণ করবেন আর আমি তার প্রতিবাদ করায় এখন বলছেন আমি অন্যায় করেছি!” আমার একথার জবাবে বিশ্বজিত সাহা যে কথাটি বলেন তা শুনে আমি বিস্মিত হয়ে যাই।তিনি অসৌজন্যমূলক ভাবে বলেন “আপনি নারী নিয়ে ব্যবসা করবেন না।”বিশ্বজিত সাহা সবসময় প্রচার করে বেড়ান যে প্রবাসে তিনি দেশের সংস্কৃতিকে তুলে ধরার কাজ করছেন। আমার খুব জানতে ইচ্ছে করে, যে মানুষ বা যে সংগঠনটি একজন নারীকে সঠিক সম্মান দিতে জানেন না সে কিভাবে দেশের সংস্কৃতি প্রবাসে তুলে ধরার প্রতিনিধিত্ব করেন! এবার তার আরো কিছু বৈষম্যমূলক আচরণের কথা আমি এখানে উল্লেখ করতে চাই: বাংলাদেশ থেকে যে সকল প্রকাশক এবার বইমেলায় অংশ নিতে এসেছেন তাদের জন্য স্টল ফ্রি হলেও আমার কাছে ৫০০ ডলার স্টল ভাড়া চাওয়া হয়, বলা হয় আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি তাই আমাকে এই ভাড়া দিতে হবে। অথচ আমার প্রকাশনাটি বাংলাদেশে অবস্থিত, সেখানে আমার নিজস্ব একটি দোকান আছে এবং একজন কর্মচারীও আছে। এই বইমেলা উপলক্ষ্যে ৬০ কেজি বই আনতে বিশ্বজিত সাহাকে দিতে হয়েছে ২১৫ ডলার। অনেক বাদ-প্রতিবাদের পর ১০০ ডলার ডোনেশন দেয়ার বিনিময়ে আমাকে স্টল দেয়া হয়। এদেশে নির্ধারিত ছুটি ছাড়া ছুটি নিলে বেতন থেকে টাকা কেটে নেয়া হয়, তারপরও বইমেলায় অংশ নেওয়ার জন্য আমাদের কর্মস্থল থেকে ছুটি নিয়েছিলাম। কিন্তু আমার বইয়ের স্টলটি দেয়া হয়েছিল একেবারে শেষপ্রান্তে শাড়ি-কাপড়ের দোকান ঘেষে। মেলা কমিটির এসকল আচরণ আমাকে বিব্রত ও মর্মাহত করেছে। তাদের এসকল অন্যায়ের প্রতিবাদ জানাতে ততক্ষনাৎ আমি এই মেলা বর্জন করে মেলাস্থল থেকে আমার প্রকাশনার স্টলটি গুটিয়ে নিয়ে চলে এসেছি। মেলায় অংশ নিতে ঢাকা থেকে আসেন কথাসাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক সেলিনা হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদপুর রেজা সাগর, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক। প্রথমাসহ বেশ কিছু সংস্থা বইমেলায় গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয়ে অংশ নিতে এসেছে। উল্লেখ্য, নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের বইমেলায় নামে একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দুই বাংলা থেকে আদম আমদানি করে আসছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতি আদম ব্যবসায়ীদের তৎপরতা আরো বেড়ছে। আদম আমদানির এ খবর যুক্তরাষ্ট্রে বসবাসকারী সকল কবি, ছড়াকার সাহিত্যিক, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিকরা সকলেই জানেন। কিন্তু সবাই নিজেদের স্বার্থে চুপ থাকেন। দু’চারটি বই বিক্রির আশায় লেখকরা মুখ কুলুপ লাগালেও স্থানীয় পত্রপত্রিকার সম্পাদক/ সাংবাদিকরা কেউ মুখ খোলেন না বইমেলার একটি বিজ্ঞাপন পাওয়ার আশায়। যারা ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখেছেন তারা হলেন- Shaikh Zahangir Hossain- valo korechen, Madhumita Ghoshal লড়াই অনেকদূর —-, Sampa Banerjee অন্যায় দেখতে দেখতে সব সহ্যের সীমা পার করে ফেলছি। তুমি কিছুতেই থামবে না। নানাবিধ ঘটনায় ব্যথিত আমিও। তবে, মোসাহেবি নৈ ব নৈ ব চ। ভালো করেছো। Madhumita Ghoshal -Sampa Banerjee how many miles we have to go ?! Malabika Bhowmick অর্ধেক আকাশ কে আমরা গুরুত্ব দিতে এখনও শিখলাম না!তাই আমরা বার বার এগোতে এগোতে পিছিয়ে যাই!!!! Salem Suleri খুব কষ্ট পেলাম।প্রতিপক্ষের কথাও একটু শুনতে চাই। Abul Kashem Chowdhury Sotti khub dukhojonok,Amio tibro protibad kori Rokeya Islam আহা খুব কষ্ট পেলাম ।প্রতিপক্ষের কথাও শুনতে চাই Shahnaj Siddiqui Salute u Apa....asole bebsar kotha jeta boleche seta tader bebsa...sry to say that naree niye bebsa kono naree kore na...ota purusher olongkar, .. Debjani Chakraborty সারা বিশ্ব জুড়ে আজও পুরুষতন্ত্র , নারীদের বিরুদ্ধে এহেন চক্রান্ত যারা করে তারা পুরুষ নন, বরং দুর্বৃত্ত ৷ কারণ পুরুষ শব্দটি ইতিবাচক, যা থেকে পৌরুষ শব্দের সৃষ্টি৷ এহেন দুর্বৃত্তায়ন রোধে সারা পৃথিবীর নারীদের এক হতে হবে৷ Kazi Zebunnesa দুঃখজনক। Azam Khan দুঃখজনক । আপনি লড়াই চালিয়ে যান । Ashit Singho Roy এমনটা হওয়া উচিৎ নয়,হতাশাজনক, আশা করি কতৃপক্ষ সদুত্তর দেবেন। Morshed Shafiul Hasan এ ব্যাপারে আয়োজকদের ভাষ্য জানতে আগ্রহী। মাহমুদ নোমান- খুব খারাপ লাগছে শুনে... Kazi Elias Kallol নারী প্রকাশককে গুরুত্ব দিলে বরং আমাদের সম্মান বাড়তো। উদার সাহিত্য সংস্কৃতিচর্চার নিদর্শন প্রসারিত হবার প্রয়াস পেতো। হবে ইনশাল্লাহ্। Zakia Sultana খুবই দুঃখজনক, Showkat Ahsan Faruque রুখে দাঁড়াতেই হবে। প্রতিবাদ না করতেই হবে। সঠিক সিদ্ধান্ত নিয়েছো। Arifur Rahaman দুঃখজনক Nurquamrun Naher- Bhalo koreche protibad kore Tahmina Shahid আমি এই বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাই! প্রবাসে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, যা কল্পনাতীত!Himangshu Mitra আপনি নারী নিয়ে ব্যবসা করবেন না।”-আশা করি কতৃপক্ষ এই কথার সদুত্তর দেবেন,এমনটা হওয়া উচিৎ না ,আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ জানাই,-তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস), Debashis Bisharad Rinku খুবই দুঃখজনক ঘটনা। খুবই কষ্ট লাগলো। যারা মূল্য দিতে জানেনা তাদেরকে ত্যাগ করাই ভালো। বৈষম্য মূলক আচরণের তিব্র প্রতিবাদ জানাচ্ছি। Kamrul Islam সত্যি অনাকাঙ্খিত। বিষয়টি নিয়ে অপর পক্ষ কি বলেন, জানার আগ্রহ রইলো? Mohammad Abul Kashem হাসান ফেরদৌস ...! Mokhdum Azam Mushrafi বই আর প্রকাশনা নিয়ে আপনার ভালবাসা আর নিষ্ঠার কথা আমি নিজ অভিজ্ঞতা থেকে জানি। আমার সীমান্ত কথা বইটি আপনার প্রিতম থেকে প্রকাশকালে।আপনার প্রতি নারী হিসাবেই হোক আর যে কোন কারণেই আচরনটি ন্যায্য মনে করছি না।তবুও লড়াকু আপনার আত্মপ্রত্যয় ও বইপ্রীতি সুঠাম থাক এই প্রত্যাশা করি। রাজু ইসলাম- খুবই হতাশা ও দুঃখজনক।তবে আপনার উচিত সংগ্রাম চালিয়ে যাওয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো। Abm Salahuddin Ahmed What? Shelly Zaman Khan অত্যন্ত দুঃখজনক। ব্যাপারটি জেনে মর্মাহত হলাম Popy Chowdhury! Rana Ahmed এমন আচরণ আশা করি না। Amena Aftab বিস্মিত এবং মর্মাহত। আলোকিত দেশে এমনটি আশা করা যায়!এখানে ও কি নোংরা পলিটিক্স! Sharmin Sultana Rina দুঃখজনক ঘটনা... Munia Mahmud আপনাকে অবহেলা করার তো কোনো কারণ নাই তবে কারণ আছে অন্যখানে। একটু ভাবলেই বের করতে পারবেন। Sadhan Sikde-r You did right didi, I’m sorry too Parveen Sultana Jhuma খুবই দুখজনক Diltaz Rahman এই অন্যায়ের বিচার করার কেউ আছে তো ? অনেক ভদ্রলোকের তীর্যক আচরণ কেউ কেউ জানে। কিন্তু জায়গা মতো মুখোশটা তারা ঠিকঠাক এঁটে রাখে ! Abm Saleh Uddin খুউব কষ্ট পেলাম! Mostafa Zaman Swapon Mostafa Zaman Swapon অত্যন্ত বেদনাদায়ক ও আপত্তিকর ।তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।এটা অন্যায় ,অসদাচরণ -বিবেকবান মানুষ মাত্রই এর প্রতিবাদ করা উচিত।জনাব বিশ্বজিত সাহার কাছ থেকে এমনটা আশা করা যায় না । Alamgir Hossain- Great. খান সাবরা- বিষয়টি দুঃখজনক, নারীর প্রতি বৈষম্য মেনে নেওয়া যায় না। লেখক সাহিত্যিক কবি প্রকাশক তারা তো মুক্তমনা হওয়ার কথা, যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠায় এক হিসাবে সারা বিশ্বের সকলেই সোচ্চার সেখানে বাংলাদেশের গুটিকয়েক প্রতিহিংসা পরায়ন ব্যক্তির এহেন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । Habib Foyeji নারী নিয়ে ব্যবসা? কথাটার অর্থ আমার কাছে স্পষ্ট নয়। আসলে ব্যবসায়ীর মাথায় সবসময় ব্যবসার ধান্দাই ঘুরপাক খায়। বিষয়টি সত্যিই দুঃখজনক। তবে এরচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে এসব অন্যায়ের প্রতিবাদ/ প্রতিরোধ কিংবা বিচার করার কোনও মানুষ আপনি নিউইয়র্কে পাবেন না। শুধু নারী হিশেবেই নয়, কেননা আপনি ছাড়াও আরো অনেকের সাথেই কর্তৃপক্ষের বিমাতাসূলভ আচরণ ছিল লক্ষণীয়। Monjurul Islam Megh দুঃখজনক। প্রতিবাদ জানাই। সত্য জানেত চাই। Sikder Nazmul Haq আপনি অনেক পরিশ্রম করে এমন একটি প্রকাশনা দাঁড় করিয়েছেন। সকলেরই উচিত আপনাকে উৎসাহিত করা। আপনার প্রতি এমন আচরণেও আপনার অগ্রযাত্রা কেউ রুদ্ধ করতে পারবে না। Anjan Chowdhury- Salute soto ma you did right .Tapaskiran Ray আপত্তিকর Afroza Aditi- Bideshe.. O ei rokom,aponi valo korechen Shireen Kamal অত্যন্ত দুখ জনক এবং আপত্তিকর আমরা এর তীব্র নিন্দা জানাই ।চলুন আমরা এই অন্যায় ,অসদাচরণ এর প্রতিবাদ করি। Mazibar Rahman Khoka যারা প্রকাশককে কদর দিতে জানে না, গুরুত্ব দিতে চায় না, তাদের সান্নিধ্যে না যাওয়াটাই সমুচিন I আমিও বিশ্বজিৎ সাহার আচরণে ক্ষুব্ধ হয়ে বেশ ক'বছর যাবৎ মেলায় অংশগ্রহণ করছি না I Mina Mushrafi বাংলাদেশে প্রকাশক হিসাবে আপনার প্রকাশনা অনন্য ... বই প্রীতি ও অকৃত্রিম নিষ্ঠা দায়িত্বশীলতা আপনাকে একাকী নানা প্রতিকুল পথ অতিক্রম করে অনেক দুর এগিয়ে নিয়েছে ... আপনি সফল একজন নারী। যা আপনার কর্মযজ্ঞে প্রমানিত ...।বিশ্বব্যাপী নারীর প্রতি বৈষম্য আচরন পুর… Sufia Begum আপনি একদম ঠিক কাজটি করেছেন। বইয়ের লেখক প্রকাশক সাংবাদিক মানেই সুশীল শ্রেণি, এমনটাই আমরা জানি। তাদের এ ধরনের ব্যবহার যথেষ্ট নিন্দনীয়। একজন নারীকে সম্মান জানানো মহত্তের পরিচয় । সেটা তাদের নেই। তাই বলে ডেকে নিয়ে অসম্মান করার অধিকার তো তাদের নেই। আর বিশ্বজ… Md Mehabub Alam বিশ্বজিৎ সাহার সম্পর্কে শুনেছি, একটা ভন্ড প্রতারক মানুষ। চুরি চামারি, মিথ্যের বেসাতি করেন এই সাহা!!! আপনি সঠিক কাজ করেছেন। স্যালুট আপনাকে। Syed Fazlur Rahman বাংলাদেশের নোংরা রাজনীতি এখানে পুরোমাত্রায় আছে । তাই এসব চলছে। Munawar Sultana প্রতিবাদী হয়ে সঠিক কাজ করেছেন পপি।অবাক লাগে ওখানেও এহেন ঘৃন্য পলিটিক্স হলো। নিন্দা জানাই Ahmed Zohur মর্মাহত হলাম। এহেন বৈষম্যমূলক আচরণ কোনমতেই গ্রহণীয় নয়। আয়োজকদের কাছ থেকে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবী করছি।... আপনার জন্য অনেক অনেক শুভ কামনা... Afruza Parvin নির্লজ্জ, স্বার্থপর , সুযোগ সন্ধানী এক পেশে,, আয়োজনকারীদের প্রতি,,, ঘৃনা পোষন করছি,,।Angshuman Pratyush ঘটনাটি মর্মাহত করলো। Stalin Uzzal এই কুরুচিপূর্ণ অসভ্য শুয়োর গুলোর থেকে দূরে থাকুন। প্রতিভা যখন আছে কেউ দাবিয়ে রাখতে পারবে না। শিল্প সাংস্কৃতিক জগতে মুখোশ ধারী শয়তান গুলো লুকিয়ে থাকে। এরা মূলত শিল্প সাহিত্যের জন্য নিরবঘাতক। Linda Amin পপি চৌধুরী একটি প্রিয় মুখ,যে জীবনে অনেক সংগ্রাম করে এতদুর এসেছে,তাকে আমাদের স্যালুট জানানো দরকার। আমি মর্মাহত, এমন আচরনের প্রতিবাদ করছি। এই জাতি এতো পিছিয়ে থাকার মূল কারন,কারো ভালো কেউ দেখতে পারেনা।হিংসা এদের মূলমন্ত্র।আর নারী হলেতো কথাই নেই। কিভাবে তাকে টেনে হিচড়ে নামাবে সেই পরিকল্পনা করে তা যতই অমানবিক হোক। Abdul Karim পপি আপা আপনি ঠিক কাজটি করেছেন। আপনার প্রতিবাদী কন।ঠকে স্বাগত জানাই। Alamgir Hossain আপনি প্রকাশক, লেখক এবং সম্পাদক । আপনাকে সন্মান না করলে! ওরা কাকে সন্মান করে? Prodipkanchan Chowdhury একজন প্রতিষ্ঠিত প্রকাশকের সাথে এমন অমর্যাদাকর আচরণ, উপরন্তু একজন নারীর সাথে অন্যায় আচরণ যারা করলো তারা কিভাবে মাতৃভাষা সাহিত্য ও সংস্কৃতির আয়োজন করেন? অনতিবিলম্বে তাদের এই গর্হিত অপরাধের জন্য ক্ষমা চাওয়া উচিত। অন্যথায় বিশ্ব নারী সমাজের কাছে এর সুষ্ঠু তদন্ত আশা করবো। Mitali Hossain পপি তোমাকে ধন্যবাদ সাহস করে মেলা বর্জন করার জন্য। Shahida Milki অবশ্যই আপনি সঠিক কাজটিই করেছেন। আমার জানা মতে অনেক লড়াইয়ের পর আজ আপনি একজন সফল প্রকাশক। আয়োজকদের এরকম বিমাতৃসুলভ আচরণ নিন্দনীয়।ডেকে নিয়ে কেন তারা অসম্মান করলেন। তাঁদের কাছে আমার প্রশ্ন কেন তারা এমনটা করলেন। তিনি কি একজন "নারী" প্রকাশক জন্য তাদের এত গাত্রদাহ।না কি আরো কোন শ্রীকাতরতা ?? SK Ali- জানোয়ার বিশ্বজিতকে চিনি ঐ সালা শুধু দালালী করে ওর চেহারা অমানুষের মত।ঘৃনা জানাই বই মেলার কিছু ঘৃনিত দালালদের। Hasnat Abdul Hye নিন্দনীয়। Anwara Azad প্র‌তিবাদ ক‌রে তু‌মি ঠিক কাজ‌টিই ক‌রেছ প‌পি। পুরুষ কখ‌নোই নারীর সাফল্য‌ মে‌নে নি‌তে চায়না, মা‌ঝে মা‌ঝে শুধু মে‌নে নেয়ার ভড়ং ক‌রে। এতো‌দি‌নেও বো‌ঝো‌নি? Ashish Choudhury তীব্র প্রতিবাদ জানাই “”” S CH Sinha বড় অন্যায় প্রতিবাদ জানাই Mohammad Abid Reza নিউইয়র্কের মোড়লরা বিষয়টি গুরত্ব দেননি| বিনিময়ে পাওনা শোধ করেছেন| আপনাকে ধন্যবাদ| Mohammad Nurul Huda সৃষ্টিশীলতার লড়াইয়ে যে প্রকৃত সৃষ্টিশীল সেই টিকে থাকবে। এখানে নারী বলে কাউকে অগ্রাহ্য করা মানে মানুষেরই অমার্যাদা খরা। আজকের ভোগবাদী বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় মানবিকতা বিলুপ্ত। Afia Laila এমন আচরণ শিক্ষিত সমাজে. বিশেষ করে সাহিত্যিক গুণী সমাজের কাছে মোটেও কাম্য নয় ... Rokshana Shathi ধন্যি মেয়ে তুমি। জয় কর বিশ্ব দেউল। Razia Nazmi বই মেলার জন্যে আমরা সবাই অপেক্ষায় থাকি । আর তাই খারাপ লাগে যখন এমন কিছু দেখতে হয় , শুনতে হয় । তবু আমি অবাক হই না -বৈষম্য কাম্য না হলেও - বৈষম্যই যে প্রতি নিয়তই হচ্ছে । Moinuddin Shamim আপনি এগিয়ে যান, এসব কিছু অতিক্রম করে একসময় হয়তো আপনি এবং আপনার প্রকাশনা প্রতিষ্ঠানই হবে সবার সেরা। আপনার প্রতি এমন আচরণের নিন্দা জানাই, কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য চাই। Shah Alam Dulal বই মেলা কেন্দ্রিক কিছু মানুষের ঔদ্ধত্য দিনে দিনে ইতরপ্রাণীর মাত্রায় পৌঁছে যাচ্ছে। এ জন্য জ্বী হুজুর জ্বী হুজুর পরিমন্ডলই দায়ী। Nasrin Chowdhury নারীদের এগিযে যাওয়ার পথে যুগে যুগে বাধার প্রাচির তবুও এগিযে যেতেই হবে। Lubna Kaijar এমনটা হওয়া উচিৎ নয়।সবার প্রতি সম্মান রাখতে হবে। Ashrafuz Zaman- I am sorry to hear that.You should go to human right court in New York and show them what is the human right for women? Ashrafuz Zaman- They violate the legal human right and they did discrimination to you.
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন