নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঈদের জামাতে সেলফি তোলাকে কেন্দ্র মুসল্লিদের সাথে দুর্ব্যবহার করে মাঠ ছেড়ে গেলেন ক্রিকেট তারকা অল রাউন্ডার সাকিব আল-হাসান। গত বুধবার ১০ এপ্রিল নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের জামাতের পর এবং খুৎবা শুরুর আগে ঈদের মাঠে অল রাউন্ডার সাকিব আল-হাসানের উপস্থিতির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর উৎসুক মুসল্লিরা তার সাথে কথা বলা ও সেলফি তোলার আগ্রহ দেখান। একজন মুসল্লি তার কাছে গিয়ে যায় কথা বলার চেষ্টা করেন। তার সাথে সেলফি তুলতে আগ্রহ দেখালে ক্ষেপে গিয়ে তাকে ধাক্কা মারেন সাকিব।

এসময় অন্যারা মুসল্লিরা সাকিবের উদ্দেশ্যে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন। অবশেষে খুৎবা শেষ হবার পর মোনাজাত না করেই মাঠ ছেড়ে চলে যান তিনি। সংবাদকর্মীরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে একজন সংবাদকর্মীকেও ধাক্কা মেরে সাকিব ঈদের মাঠ ত্যাগ করেন। সাকিবের এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন উপস্থিত সকল মুসল্লি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]