১৩ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে হোমল্যান্ড সিকিউরিটি তহবিল কাটছাঁটের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম
নিউ ইয়র্কে হোমল্যান্ড সিকিউরিটি তহবিল কাটছাঁটের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন ট্রাম্প

 

ইমা এলিস: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তাঁর প্রশাসনের পক্ষ থেকে নিউ ইয়র্ক সিটি ও রাজ্যের হোমল্যান্ড সিকিউরিটি ও সন্ত্রাসবিরোধী তহবিলে যেসব কাটছাঁটের উদ্যোগ নেওয়া হয়েছিল, তিনি তা প্রত্যাহার করেছেন।

এক্স (পূর্বের টুইটার)-এ পোস্টে ট্রাম্প লিখেছেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নিউ ইয়র্ক সিটি ও রাজ্যের হোমল্যান্ড সিকিউরিটি এবং সন্ত্রাসবিরোধী তহবিলের কাটছাঁট আমি বাতিল করেছি। এটি করতে পেরে আমি গর্বিত।  তবে বিস্তারিত কিছু জানাননি।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল (ডেমোক্র্যাট) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে নিউ ইয়র্কের পুলিশ ও দমকল বিভাগের জন্য ১৮৭ মিলিয়ন ডলার বরাদ্দ পাওয়া যাবে।

হোচুল এক্স-এ লিখেছেন, যখন @Sec_Noem আমাদের পুলিশ ও সন্ত্রাসবিরোধী কর্মসূচির তহবিল বন্ধের চেষ্টা করেছিলেন, তখনই আমরা প্রতিবাদে দাঁড়িয়েছিলাম, @POTUS আমাদের আহ্বান শুনে সেই কাটছাঁট প্রত্যাহার করেছেন, এতে আমি খুশি।

নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ল’লার, যিনি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে আছেন, তিনিও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন—এই কাটছাঁট ছিল “অগ্রহণযোগ্য এবং নিউ ইয়র্কবাসীর নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি।”

“নিউ ইয়র্ক এখনো সন্ত্রাসবাদের সবচেয়ে বড় লক্ষ্য, এবং আমরা রাজনীতি করে মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না,  ল’লার এক বিবৃতিতে বলেন। এটি আমাদের রাজ্যের জন্য একটি বড় জয় এবং প্রমাণ যে আমরা একসঙ্গে কাজ করলে ভুল সিদ্ধান্ত প্রতিহত করা সম্ভব।

গত মঙ্গলবার নিউ ইয়র্ক রাজ্য প্রায় ৩৪ মিলিয়ন ডলারের ফেডারেল ট্রানজিট নিরাপত্তা অনুদান বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে। মামলায় অভিযোগ করা হয় যে রাজ্য অভিবাসন আইনের প্রয়োগে সহযোগিতা না করায় ট্রাম্প প্রশাসন ওই অর্থ স্থগিত করেছিল।

বুধবার এক ফেডারেল বিচারক অস্থায়ীভাবে সেই তহবিল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেন।

ট্রাম্পের এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন তাঁর প্রশাসন নিউ ইয়র্ক সিটি ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের অর্থায়ন বন্ধ রেখেছে।

প্রশাসন বুধবার ঘোষণা করে, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি নীতিমালার উদ্বেগের কারণে তারা নিউ ইয়র্ক সিটির অবকাঠামো প্রকল্পে ১৮ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করছে।

এছাড়া, নিউ ইয়র্ক ছিল সেই ডজনখানেক রাজ্যের একটি, যেগুলোর জন্য প্রশাসন ৮ বিলিয়ন ডলারের সবুজ জ্বালানি প্রকল্পের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়।

বিপি।সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন