১৩ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশে হাতাহাতি, হট্টগোল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ ইয়র্কে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশে হাতাহাতি, হট্টগোল

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ছাত্র-যুবলীগ কর্মীদের হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (৩ আগস্ট) বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন আয়োজিত বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠান চলাকালীয় সময়ে এ ঘটনা ঘটে। উভয় দল মারমুখী অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসের ডাইভাসিটি প্লাজার বিকেলে প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক নবগঠিত এ সংগঠনটি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূর্বঘোষিত জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন এতে নিউ ইয়র্কের পেশাজীবি সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন অনুষ্ঠানের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ছাত্র-যুবলীগকর্মীরা অতর্কিতভাবে এসে জয়বাংলা শ্লোগান দিতে শুরু করেন ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে বিএনপির ও ছাত্র-যুবলীগ কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ইত্যাদি নামক একটি মুদি দোকানের দরজার কাছে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ব্যাপারে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজনকারী প্যাট্রিয়ট অব বাংলাদেশ-এর আব্দুল কাদের আহবায়ক বিএনপি কর্মী আব্দুস সবুরের সঙ্গে যোগাগোগ করা হলে কোন সদুউত্তর পাওয়া যায়নি

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন