
নিউ ইয়র্কে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশে হাতাহাতি, হট্টগোল


নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ছাত্র-যুবলীগ কর্মীদের হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (৩ আগস্ট) বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন আয়োজিত বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠান চলাকালীয় সময়ে এ ঘটনা ঘটে। উভয় দল মারমুখী অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসের ডাইভাসিটি প্লাজার বিকেলে প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক নবগঠিত এ সংগঠনটি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূর্বঘোষিত জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন। এতে নিউ ইয়র্কের পেশাজীবি সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ছাত্র-যুবলীগকর্মীরা অতর্কিতভাবে এসে জয়বাংলা শ্লোগান দিতে শুরু করেন। ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে। বিএনপির ও ছাত্র-যুবলীগ কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইত্যাদি নামক একটি মুদি দোকানের দরজার কাছে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ ব্যাপারে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজনকারী প্যাট্রিয়ট অব বাংলাদেশ-এর আব্দুল কাদের ও আহবায়ক বিএনপি কর্মী আব্দুস সবুরের সঙ্গে যোগাগোগ করা হলে কোন সদুউত্তর পাওয়া যায়নি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

