নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুষ্টিয়া জেলা সমিতি নিয়ে চলছে নানা ষড়াযন্ত্র। একটি কুচক্রী মহল সমিতির কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন বর্তমান কমিটির কর্মকর্তারা। বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধের আহবান জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরেন এ দুই কর্মকর্তা।
সমিতি বর্তমান সভাপতি আশরাফুল আলম ও সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্চেন এ নিয়ে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি পরিস্কার করেছে এ দুই কর্মকর্তা।
বিবৃতিতে তারা উল্লেখ করেন বিষয়টি একান্ত নিজেদের বলে সেটা নিজেরা বিভিন্নভাবে চেষ্টা করেছি সমাধানের কিন্তু একজন লোক সমিতির মালিক মনে করায় সম্ভব হয়নি এবং তারা এটা এমন একটা নোংরা পর্যায়ে নিয়ে গিয়েছে সেটা না বলে চুপ থাকা দুস্কর।

কুষ্টিয়া সমিতির সামাজিক কর্মকাণ্ড এবং প্রতি ২ বছর পর পর সমিতির নতুন কমিটি গঠন করা হয় । গত কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয় ১১ জনকে। তার মধ্যে ১০ জনই সিদ্ধান্তে উপনিত হয় বর্তমান সভাপতি আশরাফুলকে সভাপতি আর কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হোক, কিন্তু গিয়াস উদ্দীন সেই সিদ্ধান্তকে নাকচ করে দেন। তিনি এ সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। উক্ত মিটিংয়ে ১১ জনের ১০ জনের একই মতামতে গঠিত হয় নতুন কমিটি। তারপর মোঃ গিয়াস উদ্দীন, জিয়া ও রহমান আরেক পক্ষ হামিদ সবুজ গ্রুপের হামিদুল ও সাদিক রহমানরে সাথে মিশে কুষ্টিয়া সমিতির ব্যাংক একাউন্ট থেকে জমাকৃত কবরের টাকা আত্মসাৎ করার চেষ্টা করে সেটা জানার পর আমাদের সমিতি থেকে গিয়াস, রোমিও রহমান, জিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় । তারপর থেকে তারা এধরনের মিথ্যা প্রোপাগান্ডা ( সমিতির কবর নিয়ে ব্যবসা) অথচ তারাই বর্তমান সভাপতি ও সম্পাদকের অনুমতি ব্যতিত টাকা উত্তোলন করার চেষ্টা করায় বহিস্কৃত হন। তাদের নোংরামির জন্য পরে সকলের সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। শিঘ্রই তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে বলে তারা উল্লেখ করেন।

এছাড়াও সমিতির রেজিস্ট্রেশন করার সময় গিয়াস, মুসা, সেলিম, আসাদ ও সুজন এই ৫ জনের টাকায় রেজিস্ট্রেশন করা হয়। গিয়াস উদ্দিন আরেকটি পক্ষ গিয়ে তাদের সমিতিকে (তথাকথিত কুষ্টিয়া সমিতি) আমাদের নামে চালানোর চেষ্টা করছে এবং বলছে তারাই আসল আর আমরা বা বর্তমান সমিতি নাকি ভুয়া?
এধরনের পরিস্থিতি তৈরি হবার পরও আমরা শান্ত ছিলাম যাতে তার এবং সাঙ্গপাঙ্গদের চরিত্র সবার সামনে না আনি কিন্তু পরিস্থিতি ব্যাখ্যা করতে এ সংবাদটি সকলকে জানাতে বাধ্য হলাম। এই কুচক্রি মহলকে সামাজিক ভাবে বয়কটের আহবান জানিয়েছে বর্তমান সমিতির কর্মকর্তারা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]