
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে মণ্ডপে মণ্ডপে পালিত হল বিজয়া দশমী।চলছে প্রতিমা বিদায়ের পালা। দোলায় চড়ে বৃহস্পতিবার মর্ত্য ছাড়েন দুর্গতিনাশিনী উমা। ফিরে যাচ্ছেন কৈলাশে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় উত্সব শারদীয় দূর্গাপূজা।
গত রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত চলে এই পূজা অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ ইয়র্ক সিটির সবগুলো পূজা মন্ডপেই বিপুল সংখ্যক ভক্তের সমাবেশ ঘটে। বিকাল থেকেই পূজামন্ডপ গুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বাহারী পোশাকে নিজেদের সাজিয়ে উৎসব-আনন্দে মেতে উঠে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশিদের আয়োজনে নিউ ইয়র্কের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, উডসাইড, সানিসাইড, ব্রঙ্কস ও ব্রুকলিনে মোট ১৮টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এসব পূজায় শতশত প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহন করেন।

জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরের পুরোহিত শ্রী প্রবাস চক্রবর্ত্তী বলেন, পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দুর হোক আর ফিরে আসুক সকলের মাঝে সুখ শান্তি। তিনি আরও বলেন দেবী দূর্গার কাছে প্রার্থনা সকল মানবজাতির কল্যান সহ মানুষে মানুষে হানাহানি বন্ধ হোক এবং গড়ে উঠুক এক শান্তিময় অসাম্প্রদায়িক পৃথিবী।
শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হয়। ঢাকের বোলে নিনাদিত হয়ে ওঠে-‘ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন’। বহু মণ্ডপের লাউড স্পিকারে মন্দ্রিত হয়—‘নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়....।’ সনাতন বিশ্বাসে— বোধনে ‘অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে।’
দূর কৈলাশ ছেড়ে মা পিতৃ গৃহে আসেন নৌকায় চড়ে। আজ বিজয়া দশমীতে বিদায় নেয় আবারো ঘোটকে। বৃহস্পতিবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নামে ভক্তদের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্রপাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ধান, দুর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা। এদিকে দূর্গা পূজা উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কন্সুলেটের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা সকল ধর্মবর্ণ গোত্রের মাঝে সম্প্রিতির বন্ধন আর সুদৃঢ় হউক এ কামনা করে প্রবাসী হিন্দুদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক হাজী এনামসহ দলীয় নেতৃবৃন্দ সিটির বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শনে গিয়ে প্রবাসী হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।পূজা মন্ডপে সিঁদুর খেলার মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]