নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নিউ ইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে নিউ সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তদের মৃত্যু ঘটে। নিউ ইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা সাথী আহম্মেদ (৪৫) তার স্বামী হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২)-এর মৃত্যুতে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত হাফিজ আহম্মেদের দেশের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের দেশের বাড়ি বরিশাল। তারা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কেই বসবাস করতেন। পরিবারের চার সদস্য স্বামী-স্ত্রীসহ দু'সন্তান। তাদের ৮ বছরের সন্তান মেয়ে রাইদাকে নিয়ে শনিবার নিউ ইয়র্ক থেকে আপস্টেট বিংহামটন যাচ্ছিলেন। যাওয়ার পথে নিউ ইয়র্ক সময় সকাল ১১ টায় গাড়ি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন। তাদের ৮ বছরের মেয়ে রাইদা নিকটস্থ হাসপাতালে লাইফ সাপোর্ট আছেন। তাদের ১৮ বছরের এক ছেলে রয়েছেন। তার নাম ইসাম।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]