১৪ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা সংসদের বিজয় দিবস উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা সংসদের বিজয় দিবস উদযাপন
নিউ ইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড।গত ২৪ ডিসেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত উক্ত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ও সংগঠনের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএসএম মাসুদ ভূঁইয়া। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সর্ববীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, আলাউদ্দিন সরদার, গিয়াসউদ্দিন আহমদ, আশরাফ হোসেন মৃধা, মোঃ শফিকুল ইসলাম, এস এম রফিকুল ইসলাম, মতিউর রহমান, কাজী শফিকুল হক, সৈয়দ মোতাহার আলী, জাফর আলী খান, নুরুল আমিন, আলেয়া শরীফ, মোঃ সিকান্দর আলী, মঈনউদ্দিন আজহার, আমিনুর রহমান, কন্ঠযোদ্ধা শামীমা বেগম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান।সভার শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ মুক্তিযুদ্ধে নিহত সকক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন। বক্তাগণ মুক্তিযুদ্ধের নিজ নিজ অভিজ্ঞতার বর্ননা করেন ও জাতির এই ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগিয়ে রাখতে সংকল্প ব্যক্ত করেন। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে অনেক অনুষ্ঠানে ভুয়া মুক্তিযোদ্ধাদের (যাদের নাম বিগত ৪৭ বছরে কোন তালিকায় অর্ন্তভুক্ত নয়)তাদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। তারা উল্লেখ করেন সরকারের ওয়েবসাইট https://molwa.gov.bd তে গিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকাতে সার্চ করলেই বেড়িয়ে আসবে মুক্তিযোদ্ধাদের তথ্য। যদি কেউ মুক্তিযোদ্ধা দাবী করেন-তবে ওনার মুক্তিবার্তা নাম্বার, গেজেট নাম্বার-সেক্টর ও সাবসেক্টও জেনে নিবেন। মুক্তিযোদ্ধাগণ তাদের কল্যানে জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে আগামী নির্বাচনে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। প্রধান অতিথি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিষদ বর্ননা করেন। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দেশে ও প্রবাসের সকল নাগরিককে আহবান জানান। তিনি উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে আর কতদিন আমাদের মাঝে পাবো তা জানি না। তবে আপনাদের প্রতি জাতি চিরদিন কৃতজ্ঞ থাকবে। বিশেষ অতিথি কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, স্বাধীন দেশ অর্জনে বাঙ্গালী জাতির ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার কনস্যুলেট থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদানের দৃঢ়তা ব্যক্ত করেন। সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী তার বক্তব্যে দেশে ও প্রবাসের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ গঠনের কাজ করা আহবান জানান। অনুষ্ঠানে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এর্টনী এট ল ও ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এর্টনী মঈন চৌধুরী। বিপি/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন