
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি পারিবারিক অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় ৮ বছরের শিশুসহ অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিউ ইয়র্ক শহর থেকে ১৯৫ মাইল দূরে সিরাকাস নামক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। তবে হতাহতদের সঠিক সংখ্যা পুলিশখনো জানায়নি। সিরাকাস দমকলবাহিনী এই ঘটনায় সাতজন হতাহতের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন। স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি পরিবারের একজনের মৃত্যুকে কেন্দ্র করে সবাই জড়ো হয়েছিলেন সেদিন।
সিরাকাস মেয়র বেন ওয়ালস ও পুলিশ প্রধান ফ্রাঙ্ক ফোলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান রাত সোয়া ৯টার দিকে গুলিবিদ্ধদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।অন্তত ১০টি গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]