১৩ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতির সভাপতি প্রদোষ সম্পাদক ঝন্টু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ ইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতির সভাপতি প্রদোষ সম্পাদক ঝন্টু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতির নতুন কমিটিতে প্রকৌশলী প্রদোষ চক্রবর্তীকে সভাপতি ও মোঃ ছামেদুল হক ঝন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গত শনিবার (২৫ জানুয়ারি) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের এক বর্ধিত সভায় ২৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি (২০২৫-২০২৬) সালের নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মোঃ আবুল কাশেমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কার্যকরি কমিটির অনুমোদন করেন। এর আগে ১১ জানুয়ারি ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলে সংগঠনের বর্তমান সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথিমিক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান ও সাবেরা জামান চৌধুরী, সহ-সভাপতি মোঃ আল আমিন ও এস এম আসাদুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাইস চৌধুরী , সহ সাধারণ সম্পাদক লিটন জামান, কোষাধ্যক্ষ মোঃ রাকিবুল ইসলাম (রাসেল), সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সফিউল আলম (সোহাগ), সমাজকল্যাণ সম্পাদক মোছাঃ সাবিনা ইয়াসমিন, প্রচার ও দপ্তর সম্পাদক শিহাব কিবরিয়া (শ্রাবণ) এবং কার্যকরী সদস্যরা হলেন যথাক্রমে-নাহিদ রায়হান লিখন, মোঃ মাসুদ পারভেজ মুক্তা, মোঃ সিরাজুল ইসলাম, মোস্তফা সাদী, মোঃ সাহিদুল আলম (শাহীন), রেখা জামান চৌধুরী, গৌতম চক্রবর্তী মিন্টু, মোঃ শাহিনুর আলম শাহীন, মোস্তারীন আক্তার লিমু, ও মোঃ শহিজুদ্দিন মিয়া (শিমুল)। একই বর্ধিত সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মোঃ আবুল কাশেমকে প্রধান সমন্বয়কারী এবং মোঃ রাকিবুল ইসলাম রাসেলকে আহবায়ক করে ৬ সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটি গঠন করা হয়। উদযাপন কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন গৌতম চক্রবর্তী মিন্টু, যুগ্ম আহবায়ক, নাইস চৌধুরী সদস্য সচিব, লিটন জামান ও খন্দকার মেহেদী হাসান সদস্য। আগামী ২২ ফেব্রুয়ারি জ্যামাইকার তাজমহল রেস্তোরাঁয় পার্টি হলে নতুন কমিটির অভিষেক সম্পন্ন হবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন