১৪ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু, আন্দোলনের ডাক প্রবাসীদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু, আন্দোলনের ডাক প্রবাসীদের
নিজস্ব প্রতিবেদক:  যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছে প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রবাসের বৃহত্তম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি কমিউনিটির বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ঘোষণা দেন। কবে হবে তা এখনও জানায়নি সোসাইটি। ২৭ মার্চ নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। উক্ত ঘটনার খবর পেয়ে সোসাইটির কর্মকর্তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেছেন এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উলেখ্য নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের ওজোন পার্ক এলাকায় নিজ বাড়ির ভেতরে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে পুলিশ। এ নিয়ে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের মতোই প্রবাসীরাও দাবি করছেন মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবক উইন রোজারিও (১৯) ঠাণ্ডা মাথায় খুন করেছে নিউ ইয়র্ক পুলিশ। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে প্রবাসীরা বৃহৎ আন্দোলনে যাবেন। নিহত উইন রোজারিওর পিতা ফ্রান্সিস রোজারিও'র দাবি তার ছেলে সম্পূর্ণ নির্দোষ ছিলো। ছেলের মানসিক সমস্যা আছে বলার পরও পুলিশ তাদের কথা শুনেনি। পুলিশ ঠান্ডা মাথায় তার ছেলেকে খুন করেছে অভিযোগ করেন এবং এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। নিহত উইন রোজারিও'র দেশের বাড়ি গাজীপুরের পুবাইলের হারবাইড গ্রামে। বাবার নাম ফ্রান্সিস রোজারি এবং মা ইভা কস্তা। মা-বাবা ও এক ভাইসহ তারা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ওজোন পার্ক এলাকায় বসবাস করছিলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন