১৪ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে শেষ হলো দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে শেষ হলো দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হয়েছে দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। স্থানীয় সময় শনি ও রবিবার (২৪ ও ২৫ আগস্ট) নিউ ইয়র্কের জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতি তুলে ধরেন নিউ ইয়র্কের শো টাইম মিউজিক। এ সম্মেলনের আয়ের অর্থ বাংলাদেশের বন্যার্ত মানুষের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। দু'দিনের এ সম্মেলনে বক্তব্য দেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, ব্যবসায়ী শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, ফকরুল ইসলাম দেলোয়ার, জাহাংগীর হোসেন বাবুল, ইতিয়াক রুমি, আব্দুর রশিদ ও ইঙ্গিনিয়ার খালেক প্রমুখ। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি বাংলাদেশের লাল সবুজের পতাকাও তুলে ধরবে সবার মাঝে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ। বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে শুরু হয় বাংলাদেশ সম্মেলন। তিনি বলেন দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে ছিল না কোন প্রবেশ মূল্য নেই। অনুষ্ঠানে ছিল সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, নিলীমা শশী, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসান, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল, রায়ান তাজ, প্রেমা রহমান, প্রমি তাজ, মিঠু মাহমুদ, নিপা জামান, শাহ মাহবুব, রানো নেওয়াজ, বাবুল ফকরুল, আফতাব জনি, কাজল, মনিকা দাস, আনিক রাজ, আমান, বিন্দু কণা, পুলক, নাজু আখন্দ ও আমান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন