নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম তালুকদার। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ)বিকেলে নিউ ইয়র্কের মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি--রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
প্রয়াত শহিদুল ইসলামের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে একজন বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। নিউ ইয়র্কে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের(এমটিএ) অধীনে কাজ করতেন। সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এর সাধারন সম্পাদক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পত্রিকায় লেখালেখিও করতেন। শহিদুল ইসলামের দেশের বাড়ি পিরোজপুরের চল্লিশা গ্রামে। তিনি স্ত্রী ও ২ সন্তান নিয়ে নিউ ইয়র্কে বসবাস করছিলেন। তাঁর ঘনিষ্টজন নিয়ামুল জানান শহিদূল ইসলাম বেশ কয়েকদিন আগে ব্রুকলিনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান। শনিবার (১৬ মার্চ) যোহরের নামাজের পর তার নামাজে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং নিকটস্থ মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]