১৪ অক্টোবর ২০২৫

নিউইয়র্কে প্রবাসীদের তোপের মুখে ডা. ইমরান এইচ সরকার (ভিডিওসহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউইয়র্কে প্রবাসীদের তোপের মুখে  ডা. ইমরান এইচ সরকার (ভিডিওসহ)

বাংলাপ্রেস অনলাইন: নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে প্রবাসীদের তোপের মুখে পড়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার পর এ ঘটনা ঘটে।

ইমরানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাংলাদেশি অধ্যুষিত ম্যাকডোনাল্ডে এক আত্মীয়ের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন যুক্তরাষ্ট্র সফররত ডা ইমরান এইচ সরকার। এ সময় কয়েকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে এক যুবক বলেন, এই যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে আপনারা কিছুই বলছেন না।

জবাবে ইমরান এইচ সরকার বলেন, এটি ঠিক বলছেন না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাদের বিরুদ্ধে হচ্ছে? জবাবে ওই যুবক বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। তা ছাড়া শাহবাগে আপনারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহ দিয়ে আন্দোলন করেছেন।

[embed]http://www.youtube.com/watch?v=7U6I2i-7c18[/embed]

তখন পাশ থেকে একজন বলেন, ‘ভাই উনাকে ছেড়ে দেন, উনি নিজেও ক্রসফায়ারের লিস্টে আছেন।’ ইমরান এইচ সরকার তখন বলেন, আমরা সরকারের অন্যায় কাজের সমালোচনা করে যাচ্ছি। এ পর্যায়ে পাশের যুবক বলে ওঠেন, এখন আপনাদের টাকা-পয়সার ভাগে বনছে না, তাই সরকারের বিরুদ্ধে কথা বলছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, এ সময় ইমরানকে লক্ষ্য করে একজন জুতাও নিক্ষেপ করেছেন। ফেসবুকে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে এক যুবককে তাকে মারার জন্য তেড়ে আসতে দেখা যায়। পরে দ্রুত গাড়িতে উঠে এলাকা ছেড়ে যান ইমরান এইচ সরকার।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন