১৪ অক্টোবর ২০২৫

নক আউট ম্যাচ কিভাবে জিততে হয় আমরা জানি—সুয়ারেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নক আউট ম্যাচ কিভাবে জিততে হয় আমরা জানি—সুয়ারেজ
বাংলাপ্রেস ডেস্ক:  কোয়ার্টার ফাইনালের ম্যাচ। হারলেই পত্রপাঠ বিদায়। লিগ কাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আবার নাই লিওনেল মেসি। মাংসপেশিতে চোট পাওয়ায় ইন্টার মায়ামির খেলা গ্যালিরা থেকে দেখতে বাধ্য হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।প্রথমার্ধ শেষে গ্যালারিতে ঠাঁই হয় কোচ হাভিয়ের মাসচেরানোরও। ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাদানুবাদ জড়িয়ে পড়ায় শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন মায়ামির কোচ। তাই দ্বিতীয়ার্ধে ডাগআউটের বদলে ঠাঁই হয় গ্যালারিতে। চোটের কারণে শেষ ৪৫ মিনিট আবার খেলতে পারেননি জর্দি আলবাও। তবে মায়ামির জয়ে কোনো কিছু বাঁধা হতে পারেনি। দুই অর্ধে দুই সফল পেনাল্টিতে ঘরের দর্শকদের আনন্দে ভাসান লুইস সুয়ারেজ। উরুগুয়ের সাবেক স্ট্রাইকারের জোড়া গোলে ঘরের মাঠ চেস স্টেডিয়ামে টাইগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচ শেষে সকল বাঁধা অতিক্রম করার গল্প শুনিয়েছেন সুয়ারেজ।অ্যাপল টিভিকে মায়ামির জয়ের নায়ক বলেছেন, ‘ম্যাচটা কঠিন ছিল। তারা সত্যি ভালো খেলেছিল, তাদের ভালো খেলোয়াড় আছে। তাই এমন স্কোয়াডের বিপক্ষে মুখোমুখি হওয়াটা সব সময়ই কঠিন। আমি সব সময় নিজের সেরাটা দিয়ে দলকে সহায়তা করার চেষ্টা করেছি। অভিজ্ঞ খেলোয়াড়দের কাঁধে প্রচুর দায়িত্ব ছিল।আর আমরা জানি এসব ম্যাচ কীভাবে জিততে হয়।’ সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। ম্যাচটি হবে আগামী ২৮ আগস্ট, ঘরের মাঠ চেস স্টেডিয়ামেই। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন