১৫ অক্টোবর ২০২৫

নৌকা প্রতীকে ২৭২, ধানের শীষে ২৯৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নৌকা প্রতীকে ২৭২, ধানের শীষে ২৯৮

বাংলাপ্রেস ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ লড়বে ২৫৮টি আসনে। সে হিসেবে তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা লড়াইয়ের জন্য পেয়েছে ৪২টি আসন।

আওয়ামী লীগ আর ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের মিলিয়ে মোট ২৭২টি আসনে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা হবে। দুটি আসনে জাতীয় পার্টি’র (জেপি) বাইসাইকেল প্রতীকে প্রার্থীরা অংশ নেবেন। অবশিষ্ট ২৬টি আসনে নৌকা প্রতীকে কোনো প্রার্থী থাকবে না। এই ২৬টি আসনে লাঙ্গল প্রতীকে লড়বেন মহাজোটের প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের দিন রবিবার চূড়ান্ত প্রার্থী ও জোটের প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এমনটিই জানিয়েছে আওয়ামী লীগ।

অন্যদিকে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আর ২৪২টি আসনে নিজেদের দলের প্রার্থী দিয়েছে দলটি। প্রায় সকলেই ধানের শীষে নির্বাচন করছে। তবে বিএনপির মার্কা ‘ধানের শীষে’ ভোটে অংশ নিতে অনীহা রয়েছে দুই প্রার্থীর।

চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রধান অলি আহমেদ নিজের দলের ‘ছাতা’ এবং কক্সবাজার-২ আসনে জামায়াতের হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রতীকে অংশ নেবেন ভোটে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন