১৩ অক্টোবর ২০২৫

অবশেষে রেকর্ডটা নিজের দখলে নিলেন লিটন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অবশেষে রেকর্ডটা নিজের দখলে নিলেন লিটন
বাংলাপ্রেস ডেস্ক:  ইতিহাসই গড়ে ফেললেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিনি বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে আসেন।
বাংলাদেশের টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন লিটন দাসের। এরপর আছেন সাকিব আল হাসান (২৫৫১), মাহমুদউল্লাহ (২৪৪৪), তামিম ইকবাল (১৭০১) এবং মুশফিকুর রহিম (১৫০০)। লিটনকে এই মাইলফলক হাতছানি দিয়ে ডাকছিল এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই। প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেই চলে এসেছিলেন রেকর্ড থেকে ৫৬ রানের দূরত্বে। তবে সে পথটা পাড়ি দিতে তাকে তিন ম্যাচ খেলতে হলো। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে আউট হয়েছিলেন ২৮ রানে। এরপর আফগানিস্তান ম্যাচে করতে পেরেছিলেন মোটে ৯ রান। গতকাল যখন মাঠে এলেন, রেকর্ডের সঙ্গে তার দূরত্বটা ছিল ১৮ রানের। গত রাতে পাওয়ারপ্লের শেষ ওভারে দুশ্মন্থ চামিরার বলে চার মেরে সে রানে পৌঁছে যান লিটন। সঙ্গে সঙ্গে রেকর্ডটা এসে লুটিয়ে পড়ে তার পায়ে। তবে বিশ্বরেকর্ডটা ভাঙতে হলে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে লিটনকে। এই তালিকার ১৮তম স্থানে আছেন লিটন। আর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটা রোহিত শর্মার দখলে। ৪২৩১ রান নিয়ে অবসরে গেছেন তিনি। সে রেকর্ডটা ভাঙতে হলে আরও ১৬৭৫ রান করতে হবে লিটনকে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন