১৩ অক্টোবর ২০২৫

ওবামাকেয়ার সুবিধা পাবেন না যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম
ওবামাকেয়ার সুবিধা পাবেন না যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

 

 

নোমান সাবিত: সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকলেও অভিবাসন আদালতগুলো চালু রয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের “বিগ বিউটিফুল বিল” থেকে বরাদ্দকৃত তহবিল ব্যবহার করে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি–ডিএইচএস) এখনো নির্বাসন ও অভিবাসী গ্রেপ্তারের কাজ প্রায় স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অ্যারন রাইকলিন-মেলনিক।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এই সংস্থার সিনিয়র ফেলো রাইকলিন-মেলনিক দক্ষিণ টেক্সাস প্রতিনিধি সান্দ্রা সানচেজকে জানান, “বিগ বিউটিফুল বিল” থেকে বরাদ্দ বিলিয়ন ডলার অর্থায়ন ডিএইচএসকে অভিবাসী গ্রেপ্তার ও নির্বাসনের কাজ প্রায় স্বাভাবিক গতিতেই চালিয়ে যেতে সহায়তা করছে।

বুধবার ছিল ফেডারেল সরকারের আংশিক বন্ধের চতুর্থ দিন। কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে মূলত ওবামাকেয়ার বা ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (এএসিএ)-এর করছাড় সুবিধা চালু রাখা নিয়ে।

রিপাবলিকানরা দাবি করছেন, অবৈধ অভিবাসীরা এএসিএ-এর আওতায় স্বাস্থ্যবিমা পাচ্ছেন, কিন্তু রাইকলিন-মেলনিক বলছেন, এ দাবি সম্পূর্ণ ভুল।

তিনি বলেন, “আমি একেবারে স্পষ্টভাবে বলতে চাই—অবৈধ অভিবাসীরা মেডিকেইডের জন্য যোগ্য নন, এবং তারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট মার্কেটপ্লেসের কোনো ভর্তুকি বা করছাড় সুবিধাও পান না। তারা আমেরিকান নাগরিকদের মতো ট্যাক্স ক্রেডিট নিতে পারেন না।”

তিনি আরও ব্যাখ্যা করেন, কোনো অভিবাসী যদি জরুরি চিকিৎসা সেবার জন্য হাসপাতালে যান, তা স্বাস্থ্যবিমায় নাম নথিভুক্ত করার সমান নয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে “জরুরি চিকিৎসা” শব্দটি ব্যবহার করে এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলছেন বলে তিনি অভিযোগ করেন।

রাইকলিন-মেলনিক আরও বলেন, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট যেভাবে সপ্তাহান্তে ঘোষণা দিয়েছিলেন—শিকাগো ও ওরেগনের পোর্টল্যান্ডে ৪০০ ন্যাশনাল গার্ড পাঠানো হবে—তা অপ্রয়োজনীয়।

তবে একজন ফেডারেল বিচারক সেই সৈন্য পাঠানোর আদেশ স্থগিত করেছেন।

রাইকলিন-মেলনিকের মতে, শিকাগোতে সেনা পাঠানো হলে তা বরং বিক্ষোভকারীদের আরও উস্কে দিতে পারে, যেমনটি অন্যান্য শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের পর দেখা গেছে।

 

বিপি।সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন