১৩ অক্টোবর ২০২৫

ওয়াশিংটন ডিসির ডুয়াফি'র সভাপতি ইসরাত সম্পাদক ডরথী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ওয়াশিংটন ডিসির ডুয়াফি'র সভাপতি ইসরাত সম্পাদক ডরথী
  ইমা এলিস: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম ইনকর্পোরেটেডের (ডুয়াফি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অণুজীব বিজ্ঞানী ড. ইসরাত সুলতানা মিতা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী ডরথী বোস। বৃহত্তম ওয়াশিংটন ডিসি এলাকা ভিত্তিক এ সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পরিষদ নতুন বছরের প্রথম দিন থেকে কাজ শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ২০২৫-২০২৬ দু ' বছর মেয়াদি পাঁচ সদস্যের এই বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে ব্যাংকার ইরাজ তালুকদার, যুগ্ম সম্পাদক পদে ড. তারেক মেহেদী, ও ট্রেজারার পদে বিশ্বব্যাঙ্কের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার জামান। ডুয়াফির নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. ইসরাত সুলতানা মিতা তার পূর্ববর্তী কমিটি গুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করা এবং নতুন ও পুরাতন সদস্যদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক কাজে নিয়োজিত করতে চান। তিনি বলেন, ডুয়াফির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করা হবে। এর মধ্যে রয়েছে ডুয়াফির নেতৃত্বে আগামী প্রজন্মের গুণাবলী বিকাশ এবং তাদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখা, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীকে সহায়তা করা এবং গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ। তিনি আরও বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সাথে সংযোগ স্থাপন করে বড় পরিসরে কয়েক বছর অন্তর অন্তর পুনর্মিলনীর আয়োজন করা এবং আমেরিকাতে বসবাসরত কর্মক্ষেত্রে সফল এলামনাইদের সংগঠিত করে কার্যকরি ও গঠনমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যায় কিনা এ ব্যাপারেও তাঁদের চিন্তাভাবনা আছে। নতুন কমিটির সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সবার সহযোগিতায় যথাযথভাবে পালন করবেন বলেও প্রতিশ্রুতি দেন। সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।। ওয়াশিংটন ডি সি এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত এই সংগঠনের পরিচালনা পরিষদ প্রতি দুই বছর অন্তর নির্বাচিত হয় এবং তাদের মূল লক্ষ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সংযোগ এবং সহযোগিতা বৃদ্ধি করা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন