১৩ অক্টোবর ২০২৫

ওয়াশিংটন ডিসিতে ধর্মীয় অনুষ্ঠান 'রেড ম্যাস' শুরুর আগে এক ব্যক্তি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
ওয়াশিংটন ডিসিতে ধর্মীয় অনুষ্ঠান 'রেড ম্যাস' শুরুর আগে এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পুলিশ স্থানীয় এক গির্জার বাইরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, রবিবার উচ্চপর্যায়ের ধর্মীয় অনুষ্ঠান 'রেড ম্যাস' শুরু হওয়ার ঠিক আগে। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট (এমপিডি) এক বিবৃতিতে জানিয়েছে,

'সেন্ট ম্যাথিউ’স ক্যাথেড্রালে রেড ম্যাস অনুষ্ঠানের নিরাপত্তা দায়িত্বে থাকা এমপিডির সদস্যরা এক ব্যক্তিকে দেখতে পান, যিনি ক্যাথেড্রালের সিঁড়িতে একটি তাঁবু গেড়ে বসেছেন'

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ কর্মকর্তারা দেখতে পান, ওই ব্যক্তিকে পূর্বে ক্যাথেড্রালের প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তিনি স্থান ত্যাগে অস্বীকৃতি জানান, পরে কোনো ঝামেলা ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় পুলিশ ওই তাঁবুর ভেতরে একাধিক সন্দেহজনক জিনিস দেখতে পায়, যার মধ্যে ছিল আতশবাজির মতো বস্তু ও তরলভর্তি ছোট কাচের শিশি। এমপিডি জানায়, ঘটনাস্থল নিরাপদ রাখা হয়েছে এবং জননিরাপত্তায় কোনো হুমকি তৈরি হয়নি।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লুইস জেরি (৪১), তিনি ভিনল্যান্ড, নিউ জার্সির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, অপহরণ বা শারীরিক ক্ষতির হুমকি, এবং মলোটভ ককটেল রাখার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় ক্যাথলিক সংগঠন জন ক্যারল সোসাইটি, যারা এই রেড ম্যাস আয়োজন করে, জানিয়েছেপূর্বে এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিরাও অংশ নিয়েছেন।

ক্যাথেড্রালের ওয়েবসাইটে বলা হয়েছে, রেড ম্যাস প্রতি বছর সেন্ট ম্যাথিউ দ্য অ্যাপোস্টল ক্যাথেড্রালে আয়োজিত হয়। এটি সাধারণত অক্টোবরের প্রথম সোমবারের আগের রবিবার অনুষ্ঠিত হয়যেদিন থেকে মার্কিন সুপ্রিম কোর্টের নতুন মেয়াদ শুরু হয়।

বিবরণে আরও বলা হয়,এই ধর্মীয় অনুষ্ঠানের উদ্দেশ্য হলো ন্যায়বিচারের প্রশাসনে যাঁরা দায়িত্বে আছেন এবং সব সরকারি কর্মকর্তার ওপর ঈশ্বরের আশীর্বাদ কামনা করা।

বিপি।সিএস

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন