১৩ অক্টোবর ২০২৫

অসহনীয় হয়ে উঠেছে ৩০ লাখ ফিলিস্তিনির জীবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩ এএম
অসহনীয় হয়ে উঠেছে ৩০ লাখ ফিলিস্তিনির জীবন

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই বিশ্বের মনোযোগ মূলত গাজার দিকে নিবদ্ধ। সেদিন দক্ষিণ ইসরাইলে হামাস-নেতৃত্বাধীন হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ইসরাইলি। এর পরই গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গত দুই বছরের ইসরাইলি হামলায় অবরুদ্ধ উপত্যকায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

কিন্তু একই সময়ে অনেক কমই আলোচিত হয়েছে ৩০ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর—যে ভূখণ্ডটি ১৯৬৭ সাল থেকে ইসরাইল দখল করে রেখেছে। অথচ ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে এবং তারপরেও পশ্চিম তীরে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে গেছে।

গত দুই বছরে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা ভয়াবহভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানাচ্ছে, শুধু চলতি বছরেই এখন পর্যন্ত ইসরাইলি সেনারা পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামে প্রায় ৭,৫০০ বার অভিযান চালিয়েছে।

পশ্চিম তীরে আসলে কী কী ঘটছে- মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে তার সারসংক্ষেপ তুলে ধরেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

পশ্চিম তীর কোথায়?

পশ্চিম তীর হলো ৫,৬৬৫ বর্গকিলোমিটার আয়তনের একটি স্থলবেষ্টিত এলাকা, যা জর্ডান নদীর পশ্চিমে এবং ইসরাইলের পূর্ব পাশে অবস্থিত। এটি যুদ্ধ বিধ্বস্ত গাজার আয়তনের চেয়ে প্রায় ১৫ গুণ বড়। প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এখানে বসবাস করে, যাদের মধ্যে ৯ লাখেরও বেশি শরণার্থী। অন্যদিকে ফিলিস্তিনিদের জায়গা-জমি ও বাড়িঘর দখল করে বাস করছে প্রায় ৭ লাখ ইসরাইলি বসতি স্থাপনকারী। 

 

যে কারণে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে থাকতে হচ্ছে ১৯টি শরণার্থী শিবিরে, যাদের বেশিরভাগই ১৯৪৮ সালের নাকবা ও পরবর্তী যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বংশধর।

৭ অক্টোবরের আগে কেমন ছিল পশ্চিম তীর?

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডগুলোর দখল নেয়। যার মধ্যে ছিল- পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম।

১৯৯৩ সালের অসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীরকে তিনটি এলাকায় ভাগ করা হয়:

এরিয়া এ (২১%): ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) পূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ। যেমন- রামাল্লাহ, নাবলুস ও জেনিন।

এরিয়া বি (১৮%): ফিলিস্তিনি কর্তৃপক্ষের আংশিক প্রশাসনিক নিয়ন্ত্রণ। তবে নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরাইলের।

এরিয়া সি (৬১%): ইসরাইলের পূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ। এতে সীমান্ত, বাইরের নিরাপত্তা, জেরুজালেম ও বসতিগুলো অন্তর্ভুক্ত। 

 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন