বাংলাপ্রেস ডেস্ক: অভিষেক রাঙানোর অপেক্ষায় ছিলেন সনি বেকার। কিন্তু ম্যাচ খেলতে নেমে যা হলো তা হয়তো ক্ষুনাক্ষরেও চিন্তা করেননি তিনি। কেননা অভিষেকে যে বিব্রতকর এক রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের পেসার।
ইংল্যান্ডের হয়ে অভিষেক ওয়ানডেতে সর্বোচ্চ রান দেওয়ার ব্রিবতকর রেকর্ড গড়েছেন বেকার।শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ৭৬ রান দিয়েছেন তিনি। ৭ ওভার করে একটি উইকেটও জুটেনি তার কপালে। তাতে মুক্তি পেয়েছেন লিয়াম ডাওসন। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকে ৭০ রান দিয়ে এতদিন এই লজ্জার রেকর্ডের মালিক ছিলেন বাঁহাতি স্পিনার।অথচ লিডসে দারুণ কিছু করে অভিষেকটা রাঙানোর সুযোগ ছিল বেকারের। নায়ক হওয়ার সুযোগ ছিল তার। কেননা দক্ষিণ আফ্রিকাকে ১৩২ রানের লক্ষ্য দিয়ে জিততে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো। অল্প রানের ম্যাচেই কিনা দেদার রান দিলেন বেকার।দলের অর্ধেকের বেশি রান দিলেন ২২ বছর বয়সী পেসার। ফল এইডেন মারক্রামের ৮৬ রানের ইনিংসে ১৭৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা।
অভিষেকে শুধু সর্বোচ্চ রান দেওয়াতেই নয়, ইকোনমিতেও বিব্রতকর রেকর্ড গড়েছেন বেকার। কমপক্ষে ৭ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বাজে ইকোনমি তার। ওভারপ্রতি ১০.৮৫ রান দিয়েছেন তিনি।আগের রেকর্ডটি ছিল পিটার কোনেলের। ২০০৮ সালে ৯ ওভারে ৯৫ রান দিয়েছিলেন আয়ারল্যান্ডের পেসার। ওভার প্রতি রান দিয়েছেন ১০.৫৫।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]