বাংলাপ্রেস ডেস্ক: সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ঝড় তুলল ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। শুক্রবার বুরায়দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল তাওউনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। অভিষেক ম্যাচেই জোয়া ফেলিক্স করেন দৃষ্টিনন্দন হ্যাটট্রিক, গোল পান রোনালদো ও কিংসলে কোমানও।
নতুন কোচ হোর্হে জেসুসের অধীনে নতুন রূপে হাজির হয়েছে আল নাসরের আক্রমণভাগ।রোনালদো ও সাদিও মানের সঙ্গে মাঠে নামেন নতুন সাইনিং ফেলিক্স ও কোমান। শুরু থেকেই ঝড়ো ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে রিয়াদভিত্তিক এই ক্লাব।ম্যাচের সপ্তম মিনিটেই বাঁ-পায়ের শটে আল নাসরকে এগিয়ে দেন ফেলিক্স। এরপর হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।মাত্র এক মিনিট পর গোল করে স্কোরলাইন ৩-০ করেন কোমান।
দ্বিতীয়ার্ধে আরো উজ্জ্বল হয়ে ওঠেন ফেলিক্স। দুর্দান্ত দূরপাল্লার শটে করেন নিজের দ্বিতীয় গোল। শেষ দিকে ভাগ্যের জোরে গোললাইন অতিক্রম করা বলেই সম্পূর্ণ হয় তার হ্যাটট্রিক।প্রথম ম্যাচে এমন একতরফা জয় আল নাসরকে তুলেছে লিগ টেবিলের শীর্ষে। মৌসুমের শুরুতেই দলটি জানিয়ে দিল, শিরোপার দৌড়ে তারা থাকবে অন্যতম ফেভারিট।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]