বাংলাপ্রেস ডেস্ক: ব্যাট বা বোলিং করা নিয়ে গ্রামাঞ্চলে ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা এক রকম নিয়মিত দৃশ্য। তবে পাকিস্তানের পাঞ্জাবে এমন এক ঘটনা ঘটেছে তা চিন্তার বাইরে। বোলিং করতে না দেওয়ায় যে দলের অধিনায়ককে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনাটি পাঞ্জাব প্রদেশের গুজরাটের এক ম্যাচে হয়েছে।এক সপ্তাহ আগে প্রীতি ম্যাচে বোলিং করতে না পেরে দলের অধিনায়ক ফখর ইকবালের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এক খেলোয়াড়। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবালকে গুলি করেন সেই খেলোয়াড়। ঘটনাস্থলেই মারা যান ইকবাল।
শুধু ইকবালকেই গুলি করেননি বোলিং করতে না পারা সেই খেলোয়াড়, করেছেন অধিনায়কের ভাই ও তার চাচাকেও।গুরুতর অবস্থায় দুজনকে দ্রুতই হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ হার মেনেছেন ইকবালের ভাই। অন্যদিকে তাদের চাচা মৃত্যুর সঙ্গে এখনো লড়ছেন। এই ঘটনায় পরিবারে তো অবশ্যই পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মর্মান্তিক এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত হামলাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে গুজরাট পুলিশ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]