১৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানের তারকা পেসারের অবসর ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পাকিস্তানের তারকা পেসারের অবসর ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক:  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবশেষে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার উসমান শিনওয়ারি। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে দেখা গিয়েছিল তাকে। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ২০১৩ সালে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল শিনওয়ারির। এরপর ওয়ানডে ও টেস্ট— দুই ফরম্যাটেই শ্রীলঙ্কার বিপক্ষেই তার যাত্রা শুরু।ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে মোট ৩৪ ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তানের জার্সি গায়ে ১৭ ওয়ানডেতে শিনওয়ারি নিয়েছেন ৩৪ উইকেট, আর ১৬ টি-টোয়েন্টিতে তার শিকার ১৩টি। তবে টেস্টে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন কেবল একবারই। ২০১৯ সালের ডিসেম্বরের সেই শ্রীলঙ্কা টেস্ট শেষ পর্যন্ত হয়ে ওঠে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। অভিষেকের পর দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে শারজাহতে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন শিনওয়ারি। ২০১৯ সালে আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় পাঁচ উইকেটের কীর্তি গড়েন তিনি। ২০১৮ এশিয়া কাপেও পাকিস্তান দলের অংশ ছিলেন শিনওয়ারি। তবে চোট-আঘাত আর ফর্মহীনতায় ধীরে ধীরে সরে যান জাতীয় দল থেকে।অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন একসময়ের এই তারকা বাঁহাতি পেসার। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন