-68ed3a37ee5f5.jpg)
পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ


বাংলাপ্রেস অনলাইন : সাফ ফুটবলে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে প্রতিশোধ মিশন সফল করার পর আজ বৃহস্পতিবার নিজেদের টানা দ্বিতীয় জয় পেয়েছে লাল-সবুজের দল। রুদ্ধশ্বাস ম্যাচে চিরশত্রু পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে জয়রথ অব্যাহত রেখেছে সমালোচনায় জর্জরিত দলটি।ম্যাচের ৮৪তম মিনিটে গোলটি করেছেন ডিফেন্ডার তপু বর্মন। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলশূন্য। বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ম মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলকিপার শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান।
বাংলাদেশ দল: শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ed3a37ee5f5.jpg)




-68eb25d6635b2.jpg)