১৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ

বাংলাপ্রেস অনলাইন : সাফ ফুটবলে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে প্রতিশোধ মিশন সফল করার পর আজ বৃহস্পতিবার নিজেদের টানা দ্বিতীয় জয় পেয়েছে লাল-সবুজের দল। রুদ্ধশ্বাস ম্যাচে চিরশত্রু পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে জয়রথ অব্যাহত রেখেছে সমালোচনায় জর্জরিত দলটি।ম্যাচের ৮৪তম মিনিটে গোলটি করেছেন ডিফেন্ডার তপু বর্মন। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলশূন্য। বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ম মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলকিপার শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান।

বাংলাদেশ দল: শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন