১৪ অক্টোবর ২০২৫

পিরামিডের উপর যৌনতায় দম্পতি (ভিডিওসহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পিরামিডের উপর যৌনতায় দম্পতি (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক: যেকোনও ভ্রমণপিপাসুরই মিশরের পিরামিড দেখার শখ রয়েছে৷ আর পাঁচজনের মতো সেই শখ ছিল এক দম্পতিরও৷ ওই পিরামিড দেখতে যান তাঁরা৷ রাতের অন্ধকারে পিরামিডের রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন দম্পতি৷ চোখের সামনে পিরামিড আর হাতে ক্যামেরা৷ তাই সেই দৃশ্য ফ্রেমবন্দি করবেন না দু’জনে, তা কি হয়? বরং তড়িঘড়ি ছবি তোলার পাশাপাশি ভিডিও করতে শুরু করেন জুটিতে৷ এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু অবাক কাণ্ড ঘটল এরপর৷ ক্ষণিকের মধ্যেই পিরামিডের উপরে উঠে নগ্ন হন মহিলা৷ একে অপরকে জড়িয়ে ধরেন দম্পতি৷ তারপরই মেতে উঠেন অবাধ যৌনতায়৷ সেই ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে৷ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও৷

ভিডিওয় দেখা গিয়েছে, অল্পবয়সি ওই দম্পতি মিশরের গাজায় অবস্থিত খুফু পিরামিডের উপরে উঠে পড়েন৷ রাতের অন্ধকারে পিরামিডের রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল দু’জনে৷ সেই সময় পিরামিডের আশেপাশে আর কেউ ছিলেন না৷ নিজেরাই দিব্যি কখনও ছবি তুলছিলেন আবার কখনও ভিডিও করছিলেন তাঁরা৷ কিন্তু আচমকাই কি যেন ঘটল৷ ছুটে ছুটে পিরামিডের উপরে উঠে পড়েন মহিলা৷ মুহূর্তের মধ্যেই পোশাক খুলে নগ্ন হয়ে যান তিনি৷ স্ত্রীকে এই অবস্থায় দেখেও ভিডিও করা বন্ধ করেননি যুবক৷ ওই অবস্থাতেই মিনিটখানেক ভিডিও করেন৷ একদিকে মাদকতায় ভরপুর পিরামিড আবার অন্যদিকে নগ্ন স্ত্রী৷ দুয়ে মিলে নিজেকে সামলে রাখতে পারেননি দম্পতি৷ অন্ধকার রাতে পিরামিডের উপরেই শরীরি খেলায় মেতে ওঠেন দু’জনে৷ চলে অবাধ যৌনতা৷ সেই ঘটনার ভিডিও করেন দম্পতি৷ অবাক করা এই কাণ্ডটি ঘটে শুক্রবার রাতে৷

ঘটনার পরেরদিনই মিনিট তিনেকের এই ভিডিও ইউটিউবে প্রকাশ করেন বিখ্যাত ড্যানিশ ফটোগ্রাফার আন্দ্রিয়েজ হিভিড। ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসার পরই সমালোচনার শিকার হন দম্পতি৷ মিশরে পিরামিডের উপর ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। তার উপর আবার নগ্ন হয়ে অবাধ যৌনতায় মেতে ওঠা৷

[embed]http://www.youtube.com/watch?v=ce1B1nM8xEk&feature=youtu.be[/embed]

সব মিলিয়ে এই ভিডিও সামনে আসার পর পিরামিডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে৷ নড়েচড়ে বসেছে মিশর প্রশাসন৷ কীভাবে ওই দু’জন পিরামিডের উপর উঠলেন এবং নগ্ন অবস্থায় ছবি-ভিডিও করলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা। নেটিজেনরা ইতিমধ্যেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন