বাংলাপ্রেস ডেস্ক: আজ জিতলেই বিশ্বকাপ বাছাই পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করত বাংলাদেশ। তবে এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জয় পাননি আশরাফুল ইসলাম-রেজাউল করিমরা।
উল্টো রাজগিরিতে জাপানের কাছে ৬-১ ব্যবধানের বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। এ হারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বে খেলার ভাগ্যে এখন পাকিস্তানের বিপক্ষে প্লে-অফে ঝুলে রইল।তিন ম্যাচের সিরিজে যে দল জিতবে তারাই এশিয়ার ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপের বাছাই পর্বে খেলবে।
ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। যার কারণে এশিয়ান হকি ফেডারেশন তাদের জন্য ‘বিশেষ’ ব্যবস্থা রেখেছে। এশিয়া কাপে যে দল ষষ্ঠ হবে তাদের বিপক্ষে পাকিস্তান প্লে-অফ খেলবে।প্লে-অফের সময় সূচি এখনো ঠিক হয়নি। এবার দেখা যাক পাকিস্তানের নাম প্রত্যাহারে এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশ প্লে-অফে তাদের হারিয়েই আবার বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সুযোগ পায় কি না।
ম্যাচের শুরুটা ভালো হওয়ার কথা ছিল বাংলাদেশের। কেননা ৫ মিনিটের সময় পরপর দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল বাংলাদেশ।কিন্তু দুটি সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারেননি আশরাফুল। অন্যদিকে প্রথম পেনাল্টি কর্নারে বাজিমাত করেন জাপানের ইয়ামাসাকি কোজি।
আর প্রথম কোয়ার্টার শেষ হওযার মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন রিয়োশুকে শিনোহারা। ১৫ মিনিটের গোলটিও পেনাল্টি থেকে। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল পায়নি।তবে পিছিয়ে থাকা বাংলাদেশ তৃতীয় কোয়ার্টারে ম্যাচ থেকেই ছিটকে যায়।
৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানকে তৃতীয় গোল এনে দেন কেন নাগাইয়োশি। সেই গোলের রেশ শেষ হতে না হতেই ৩৮ মিনিটে গোলের হালি পায় জাপান। ফিল্ড প্লে থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন শিনোহারা।
৪-০ ব্যবধানে চতুর্থ ও শেষ কোয়ার্টার শুরু করা বাংলাদেশ আরো দুই গোল হজম করে। এই কোয়ার্টারে অবশ্য সবেধন নীলমণি পায় বাংলাদেশ। একমাত্র গোলটি পায় ৫৫ মিনিটে। ফিল্ড প্লে থেকে গোলটি করেন আমিরুল ইসলাম। তার আগে অবশ্য জাপানকে ৫০ মিনিটে ফিল্ড প্লে থেকে পঞ্চম গোল এনে দেন সেরেন তানাকা। আর বাংলাদেশের জালে শেষ গোল দিয়ে ৫৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন শিনোহারা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]