১৪ অক্টোবর ২০২৫

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্ক আ.লীগের মতবিনিময় সভা কাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্ক আ.লীগের মতবিনিময় সভা কাল
  নিজস্ব প্রতিবেদক: জাতিংসংঘে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবসের বিশেষ সভায় যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বুধবার (২৯ মে) নিউ ইয়র্ক আসছেন। তিন দিনের সফরে জাতিসংঘের বেশ কয়েকটি অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় স্থানীয় গুলশান টেরেসে মতবিনিময় সভায়ও অংশ নেবেন তিনি। বুধবার সন্ধায় দলীয় নেতাকর্মীরা জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলে জনিয়েছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল। আগামী ৩১ মে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের মতবিনিময় সভার আয়োজন করার কথা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। কিন্তু নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ কেন মতবিনিময় সভায় আয়োজন করছেন এমন প্রশ্নের জবাবে সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল বলেন, প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন মতবিনিময় সভা নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের ব্যানারে হবে। আমরা সেই মোতাবেক সকল ব্যবস্থা গ্রহণ করেছি। মতভেদ ভুলে সকল নেতাকর্মীরাই মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বলে তিনি আশা করছেন। দলীয় একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই গ্রুপের প্রকাশ্য বিবাদের কারণে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো অংশের অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন। আর এ কারণেই নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ পররাষ্ট্রমন্ত্রী সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজেদের মধ্যে বিরোধের কারণেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আজ বেহাল অবস্থা। আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন অনুষ্ঠানের আয়োজন করছে। উল্লেখ্য গত বছর ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর নাগরিক সংবর্ধনা সভার আয়োজন করেছিল নিউ ইয়র্ক মহানগর আওয়ামী। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দর্শকের ভূমিকা পালন করেন। কিছুটা ধর্ণা দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মঞ্চে বসার সুযোগ পেয়েছিলেন। তা প্রধানমন্ত্রীর আসন থেকে অনেকটা দূরেই বলা যায়। ওই সময়ে উক্ত ঘটনাটি 'টক অব দ্য নিউ ইয়র্কে'র পরিণত হয়েছিল। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন