
প্রতীক বরাদ্দের পর আ' লীগের ইশতেহার

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন।
শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভায় এ তথ্য জানান ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক।
আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা জানেন, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এখন প্রচারের উপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু ইশতেহার একটা প্রচারের বিষয়। তাই কমিশন যখন প্রতীক বরাদ্দ করবে তারপর কিংবা তার এক-দুইদিন পর আমাদের নেত্রী জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন।’
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


রাজনীতি
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস



.jpg)