
বাংলাপ্রেস ডেস্ক:বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ খেলার সময় ক্যারিয়ারের ৫০০ উইকেট সংগ্রহ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অসাধারণ বোলিং করেন সাকিব। মাত্র ২ ওভারে ১১ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে সাকিব পূর্ণ করেন তার ৫০০ উইকেট। পরে আরও ২ উইকেট নিয়ে তার সংগ্রহ দাঁড়ায় ৫০২ উইকেট।
এছাড়া, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার পাশাপাশি ৭ হাজার রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন সাকিব। মাইলফলক স্পর্শের পর খুশি সাকিব বলেছেন,‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। দীর্ঘ এক ক্যারিয়ার এবং অনেক কিছু অর্জন করতে পেরে আমি সত্যিই সন্তুষ্ট।’
তবে সাকিব জানালেন, এই রেকর্ডের জন্য তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। সিপিএলের চলতি আসরের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি, যেখানে তার সংগ্রহে ছিল মাত্র ১টি উইকেট। সাকিব বলেন,‘কিছুটা হতাশা ছিল তবে যখন সুযোগ পেলাম, আমি দলের প্রয়োজনে অবদান রাখতে পারলাম তা শান্তি দিয়েছে।’
এছাড়া, সাকিব তার পরিবারের কাছে এই অর্জনের জন্য কৃতজ্ঞ। তিনি বলেন,‘পরিবার পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অনেক স্বস্তি দেয়। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আমি এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছি, তাদের সমর্থনেই আমি এই পর্যায়ে পৌঁছতে পেরেছি।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]