
রাশিয়ার স্কুলে ইউক্রেনের ড্রোন হামলা


বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) গর্লোভকা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানা গেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
ফ্রন্টলাইনের কাছাকাছি এই ডোনবাস শহরকে আগে থেকেই বারবার কিয়েভের সেনারা গোলাবর্ষণের লক্ষ্য করে আসছে।
মেয়র ইভান প্রিখোদকো জানিয়েছেন, শুক্রবার দুপুরে প্রথমে ইউএভি হামলা চালিয়ে শহরের শক্তি অবকাঠামো ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পরে সন্ধ্যায় একাধিক ড্রোন একটি স্কুল এবং আবাসিক ভবনেও আঘাত হানে।
শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
ডিপিআরের প্রধান ডেনিস পুশিলিন জানিয়েছেন, গর্লোভকায় এক আলাদা ঘটনায় দুটি কিশোরও বিস্ফোরক দ্বারা আহত হয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, ১৫ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে ইউক্রেনের হামলায় ২৭ জন সাধারণ মানুষ নিহত এবং প্রায় ১৬০ জন আহত হয়েছেন।
গর্লোভকার সোভিয়েত যুগের জনসংখ্যা ছিল ৩৩ লাখের বেশি, যা ২০২১ সালে কমে প্রায় ২৪ লাখে দাঁড়ায়। ২০১৪ সালের জুলাইয়ে ইউক্রেনীয় বাহিনীর বর্বর আক্রমণের কারণে শহরটি খ্যাত।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের

ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে দুই দেশেরই উপকার: হামু দর্জি

মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্প

