১৪ অক্টোবর ২০২৫

রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন যুক্তরাষ্ট্র আ.লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন যুক্তরাষ্ট্র আ.লীগ
ছাবেদ সাথী, নিউ ইয়র্ক থেকে: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মিরাই জাতিসংঘের অধিবেশন মিলনায়তনে প্রবেশ করতে পারেনি।দলের জন্য নির্দিষ্ট পরিমাণে বরাদ্দকৃত প্রবেশ পত্র না পাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ভেতরে প্রবেশে বাধাগ্রস্থ হন। এর মূল কারণ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সা. সম্পাদকের বিরুদ্ধে কেন্দ্রিয় কমিটিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করায় প্রতিহিংসার শিকার হয়েছেন সাধারন নেতাকর্মিরা। জাতিসংঘের অধিবেশন মিলনায়তনে প্রবেশ করতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে অনলাইনে সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শোনেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় নেতাকর্মিরা বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মেলন দাবি করে আসছে। বর্তমান কমিটির সভাপতির বিরুদ্ধে দলের গঠনতন্ত্র বহির্ভুত কর্মকান্ডসহ নানা অভিযোগের প্রেক্ষিতে অধিকাংশ নেতাকর্মিরাই তার উপর অনাস্থা এনেছেন। গত ২০১৮ সালে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানে এর বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সভাপতির বিরুদ্ধে ‘নো মোর সিদ্দিক’ শ্লোগান দিয়েছিল নেতাকর্মিরা। কিন্তু গত এক বছরে সভাপতি পরিবর্তন কিংবা প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও সম্মেলন না হওয়ায় নেতাকর্মিদের মাঝে ক্ষোভ বেড়েছে আরো দ্বিগুন।সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সা. সম্পাদকের আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রিয় কমিটির নেতাদের কাছে অভিযোগ পাঠানো হয়। এর ফলে এবারে শুধু তাদের সমর্থনকারীদের জাতিসংঘের অধিবেশন মিলনায়তনে প্রবেশ পত্র দেওয়া হয়েছে।ফলে অধিকাংশ নেতাকর্মিরা ভেতরে প্রবেশ করতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে জাতিসংঘের ৭৪তম সাধারন অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণ শোনেন। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন