
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী শিবপুরে মুজিব শতবর্ষ ও সুবর্ণ জয়ন্তীতে “রক্তঝড়া পুটিয়া রনাঙ্গণ” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। গ্রুপ কমান্ডার শহীদ সাদেকের নেতৃত্বাধীন বীর মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা এ কে নাছিম আহমেদ হিরণ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেজগাঁও থানা যুদ্ধাহত কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, দুলালপুর ইউনিয়ন কমান্ডার রমিজ উদ্দিন, সাবেক সহকারী কমান্ডার বেলায়েত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের কমান্ডারবৃন্দ।
প্রধান অতিথি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আরো বলেন, আমি আমৃত্যু বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকব। আসছে নতুন বছরের জানুয়ারী মাসে মুক্তিযোদ্ধাদের নিয়ে দিনব্যাপী একটি অনুষ্ঠান করবেন বলে ঘোষনা দেন তিনি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]