১৫ অক্টোবর ২০২৫

রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের ৩৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভা থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটি। বাসস সূত্রে জানা গেছে, বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবগুলো আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। সমাবেশে অংশ নিতে গতকাল সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শত-শত কর্মী-সমর্থক রিকশা, অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যানে করে শহরে জড়ো হন। নাম ঘোষণার সময় সকল প্রার্থীই মঞ্চে উপস্থিত ছিলেন। মহাসমাবেশে ৩৩ জন প্রার্থীকেই পরিচয় করিয়ে দেয়া হয়। ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর বিভাগের জামায়াতের প্রার্থীরা হচ্ছেন: রংপুর জেলা রংপুর-১ অধ্যাপক রায়হান সিরাজী রংপুর-২ এটি এম আজহারুল ইসলাম রংপুর-৩ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল রংপুর-৪ মাওলানা উপাধ্যক্ষ এটি এম আজম খান রংপুর-৫ গোলাম রাব্বানী রংপুর-৬ মাওলানা নূরুল আমিন দিনাজপুর জেলা দিনাজপুর-১ মতিউর রহমান দিনাজপুর-২ অধ্যক্ষ আফজাল হোসেন আনাম দিনাজপুর-৩ অ্যাডভোকেট মনিরুল আলম দিনাজপুর-৪ আবতাব উদ্দিন মোল্লা দিনাজপুর-৫ আনোয়ার হোসেন দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম নীলফামারী জেলা নীলফামারী-১ অধ্যাক্ষ মাওলানা আব্দুর সাত্তার নীলফামারী-২ (ঘোষণা করা হয়নি) নীলফামারী-৩ ওবাইদুল্লাহ সালাফি নীলফামারী-৪ মাওলানা হফেজ আব্দুল মুনতাকিম লালমনিরহাট জেলা লালমনিরহাট-১ আনোয়ারুল ইসলাম লালমনিরহাট-২ অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু লালমনিরহাট-৩ হারুনূর রশিদ কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম-১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম-২ অ্যাডভোকেট ইয়াসিন আলী কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী কুড়িগ্রাম-৪ মোস্তাফিজুর রহমান মোস্তাক গাইবান্ধা জেলা গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান গাইবান্ধা-২ আব্দুল করীম গাইবান্ধা-৩ অধ্যাক্ষ মাওলানা নজরুল ইসলাম গাইবান্ধা-৪ ডা: আব্দুর রহিম সরকার গাইবান্ধা-৫ মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও-১ দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও-২ আব্দুল হাকিম ঠাকুরগাঁও-৩ মিজানুর রহমান পঞ্চগড় জেলা পঞ্চগড়-১ ইকবাল হোসাইন পঞ্চগড়-২ শফিউল্লাহ শফি [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন