১৪ অক্টোবর ২০২৫

রংপুর গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রংপুর গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: রংপুর নগরীতে একটি ভবনের ছাদে গড়ে হোটেল খুলে রমরমা মাদকের ব্যবসা চলছিল। মাদকসহ ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নগরীর কলেজ রোডের এসএম মীর কাশেমের ছেলে এসএম মঞ্জুর মোর্শেদ লিংকন (৫১), কুড়িগ্রাম নাগেশ্বরীর বাগডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা (৩২), রংপুর নগরীর পার্কের মোড় জাহিদুল ইসলামের ছেলে সামিউল আলম রতন (৩২), মিলনপাড়া ধর্মদাস এলাকার কোরবান আলীর ছেলে মোশারফ হোসেন (৩৫) ও পূর্ব শালবন এলাকার আব্দুল মালেক ব্যাপারীর ছেলে শিপন মিয়া (২৭)। সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান এসব তথ্য জানান। তিনি বলেন, রংপুর নগরীর চারতলা মোড় এলাকায় নিজ বাড়ির ৬তলা ভবনে রুফটপ হোটেল খুলে এসএম মঞ্জুর মোর্শেদ মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রবিবার সন্ধ্যায় হোটেলে অভিযান চালায়। অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ওই ৫ মাদক কারবারীকে গ্রেফতারসহ ১৬৩ পিস ইয়াবা ও ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন