১৪ অক্টোবর ২০২৫

রংপুরে নার্স স্বাস্থ্য কর্মচারী রোগী কয়েদীসহ নতুন ১৬ জন আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রংপুরে নার্স স্বাস্থ্য কর্মচারী রোগী কয়েদীসহ নতুন ১৬ জন আক্রান্ত

আব্দুল্লা‌হিল শাহীন, রংপুর থেকে: রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মচারী, রোগী, কয়েদীসহ নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

আক্রান্তরা হলেন, রংপুর মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের কর্মচারী (২০), গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন নীলফামারী সদরের জুম্মাপাড়ার এক রোগী (৪০), নগরীর কেল্লাবন্দ এলাকার বাসিন্দা রমেক হাসপাতালের স্টাফ নার্স (২৭), ধাপ চিকলীভাটা এলাকার বাসিন্দা রমেক হাসপাতালের অপর স্টাফ নার্স (৪২), রংপুর জেলখানার প্রিজন সেলের কয়েদী (৮০), নগরীর মুন্সিপাড়ার এক পুরুষ (৫৪), রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে কর্মরত ৬, নগরীর কামারপাড়া তাবলীগ মসজিদের এক পুরুষ (৩৩), সদর উপজেলার পাগলাপীর এলাকার এক নারী (৩০) ও লালমনিরহাট পাটগ্রামের এক নারী (৩৮)।

সোমবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে এ ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন, সোমবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন